AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: ‘পাকিস্তান মুর্দাবাদ’, স্বাধীনতা দিবসে স্লোগান দিলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: রবিবার, কাঁথি পৌরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে মাল্যদানের পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু। বলেন, "ভারতবর্ষ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ"।

ভিডিয়ো: ‘পাকিস্তান মুর্দাবাদ’, স্বাধীনতা দিবসে স্লোগান দিলেন শুভেন্দু অধিকারী
ফাইল ছবি
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 5:09 PM
Share

পূর্ব মেদিনীপুর: স্বাধীনতা দিবসে স্লোগানে সুর চড়ালেন শুভেন্দু। কাঁথিতে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে ভারতের জয়গানের পাশাপাশি সরাসরি ‘পাকিস্তান মুর্দাবাদ’ ধ্বনি শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari) মুখে। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।

রবিবার, কাঁথি পৌরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে মাল্যদানের পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু (Suvendu Adhikari)। বলেন, “ভারতবর্ষ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ”। অন্যদিকে, নন্দীগ্রামের বিজেপি স্বাধীনতা দিবস পালনের কর্মসূচিতে গিয়ে অধিকারী পুত্র স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘সাদৃশ্য’ তুলে ধরে বলেন, “স্বামী বিবেকানন্দ যেমন শিকাগো ধর্মসভায় গিয়ে ভারতের সনাতনী ধর্মের প্রচার করেছিলেন, তেমনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসঙ্ঘে ভারতের নাম উজ্জ্বল করেছেন।” এখানেই থামেননি নন্দীগ্রামের বিধায়ক। আরও বলেন, “স্বাধীনতা দিবসের এই পুণ্য লগ্নে ভারতবর্ষের সকল মানুষ গীতা পাঠ করুন। ভারতের সনাতন ধর্ম সম্পর্কে জানুন। ভারতের জয় হোক।”

শুভেন্দুর এ হেন মন্তব্যকে কেন্দ্র করেই তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রকাশ্য রাস্তায়, ‘পাকিস্তান মুর্দাবাদ’-এর মতো স্লোগান উচ্চারণের পাশাপাশি ‘গীতাপাঠে জোর’, রাজ্যের বিরেধী দলনেতার এ হেন মন্তব্যে উঠছে প্রশ্ন। আন্তর্জাতিক মানচিত্রে ভারত-পাকিস্তানের সম্পর্ক অবিদিত নয়। সেখানে রাজ্যের বিরোধী দলনেতার মুখে এ হেন ‘মুর্দাবাদ’ স্লোগান যে কিঞ্চিত্‍ ‘অশোভনীয়’ তা পরোক্ষে মেনে নিয়েছে গেরুয়া শিবির। যদিও, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “শুভেন্দুবাবু যা বলেছেন তা ওঁর ব্যক্তিগত। তবে এতে কোনও ভুল নেই। বেশি শালীনতা রক্ষা করতে গিয়েই ভারত পাকিস্তান ভাগ হয়েছে। আর ওরা তো বসেই রয়েছে হামলা করবে বলে। তাই শুভেন্দু যা বলেছেন তাতে কোনও ভুল দেখি না।”

যদিও, রাজ্যের বিরোধী দলনেতার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন মত্‍স্যমন্ত্রী অখিল গিরি। তাঁর কথায়, “স্বাধীনতা দিবস সকলের। সেখানে কোনও রাজনৈতিক নেতা হয়ে যদি এ ধরনের মন্তব্য কেউ করেন তা কেবল অশালীন বা অশোভনীয় নয়, মূর্খামিও বটে। মূর্খ না হলে কেউ এ ধরনের মন্তব্য করে না। স্লোগান দেয় না।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, শুভেন্দুর ‘সনাতন প্রীতি’ আগেও পরিলক্ষিত হয়েছে। শনিবারই তিনি ব্রাহ্মণদের সেবাদানের অনুষ্ঠানে মন্তব্য করেন, “বাংলা জাগরণের লক্ষ্য়ে গীতা-কাঁসর-ঘণ্টা জরুরি। সর্বত্র এর পর গীতা-কাঁসর বিলি করব।” বিধানসভা নির্বাচন আবহে একাধিকবার তৃণমূল সুপ্রিমোকে ‘বেগম’ বলে সম্বোধন করেছিলেন তিনি। একের পর এক নির্বাচনী প্রচারে ব্রাহ্মণভাতা নিয়ে প্রশ্নও তুলেছেন নন্দীগ্রামের বিধায়ক। বিভিন্ন জনসভায় নিজেও ‘হরিনাম’ সঙ্কীর্তন গেয়েছেন। রাজনৈতিক মহলে, পদ্ম শিবিরের ‘হিন্দুত্ববাদ’ ও ‘হিন্দুপ্রীতি’ অবিদিত নয়। এ বার সরাসরি প্রতিবেশী দেশের উদ্দেশে ‘মুর্দাবাদ’ স্লোগান বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘শহিদ তুমি কার!’ স্বাধীনতা দিবসে মাল্যদানে ‘বাধা’ বিজেপি সাংসদকে

প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
স্বস্তি অর্জুনের, কেন হাইকোর্টে ছুটতে হল বিজেপি নেতাকে?
নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?
নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?
এক দলে এতজন হুমায়ুন কবীর!
এক দলে এতজন হুমায়ুন কবীর!
'বাংলায় যেটা 'আ' হয় ইংরেজিতে সেটা AA হয়', কেন বানান শেখালেন মমতা
'বাংলায় যেটা 'আ' হয় ইংরেজিতে সেটা AA হয়', কেন বানান শেখালেন মমতা
দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি...?
দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি...?