Virat Kohli: বিরাট কোহলির নাচ দেখে ‘ফিদা’ পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা
টিমের ম্যাচ থাকলেই প্রীতি চেষ্টা করেন, দলকে সমর্থন করার জন্য মাঠে পৌঁছে যাওয়ার। প্রীতির এই স্বভাব বহুদিনের। অতীতেও আইপিএল চলাকালীন পঞ্জাব কিংসের ম্যাচ থাকলেই বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে টিমের হয়ে গলা ফাঁটান প্রীতি। এ বার সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি প্রশ্ন-উত্তর পর্ব রেখেছিলেন। সেখানেই তিনি জানান, বিরাট কোহলির নাচ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।
কলকাতা: আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের মালকিন তাঁর টিমকে ভীষণ ভালোবাসেন। এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের পারফরম্যান্স কিন্তু অতটা ভালো নয়। এখনও অবধি ১৭তম আইপিএলে (IPL) ১১টি ম্যাচ খেলেছে পঞ্জাব। তাতে জয় মাত্র ৪টিতে। কিন্তু টিমের ম্যাচ থাকলেই প্রীতি চেষ্টা করেন, দলকে সমর্থন করার জন্য মাঠে পৌঁছে যাওয়ার। প্রীতির (Preity Zinta) এই স্বভাব বহুদিনের। অতীতেও আইপিএল চলাকালীন পঞ্জাব কিংসের ম্যাচ থাকলেই বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে টিমের হয়ে গলা ফাঁটান প্রীতি। এ বার সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি প্রশ্ন-উত্তর পর্ব রেখেছিলেন। সেখানেই তিনি জানান, বিরাট কোহলির নাচ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।
আসলে প্রীতি জিন্টাকে তাঁর এক ফ্যান X এ বলেন, ‘বিরাট কোহলি স্যারকে নিয়ে কিছু বলুন।’ এর উত্তরে প্রীতি লেখেন, ‘মাঠের মধ্যে ওর যে আগ্রাসন, সেটা আমি খুব ভালোবাসি। এবং ওর জেতার যে খিদেটা, সেটাও আমার ভালো লাগে। একইসঙ্গে ও যে ভাবে ওর পরিবারকে ভালোবাসে, সেটা আমার ভালো লাগে। আর আমি ওর নাচের স্টেপও ভালোবাসি। ও যখন প্রথম আইপিএলে এসেছিল, তখন আমি ওর অনেক নাচের স্টেপ দেখেছি।’
I love his on field aggression and his will to win ! I also love the way he loves family & his dance moves. I used to see a lot of his dance moves when he first came to the IPl. https://t.co/ZMh6sD63EP
— Preity G Zinta (@realpreityzinta) May 6, 2024
বিরাট কোহলিকে ছাড়াও রোহিত শর্মাকে নিয়েও বলিউড তারকা প্রীতির ভক্তরা তাঁকে প্রশ্ন করেছেন। ওই প্রশ্নোত্তর পর্বে তাঁর আর এক ভক্ত লেখেন, ‘হিটম্যান রোহিত শর্মার জন্য একটা শব্দ বলুন।’ প্রীতি উত্তরে লেখেন, ‘প্রতিভার পাওয়ারহাউস।’
A powerhouse of talent. https://t.co/tOMq5p8Cxx
— Preity G Zinta (@realpreityzinta) May 6, 2024
এ বছর প্রীতি জিন্টার টিম পঞ্জাব কিংসের হয়ে বেশ কয়েকটি ম্যাচে ছাপ রেখেছেন শশাঙ্ক সিং ও আশুতোষ সিং। এক ভক্ত প্রীতিকে দুই ক্রিকেটারের মধ্যে একজনকে বেঁছে নেওয়ার কথা বলেন। প্রীতি লেখেন, ‘দু’জনই।’
Both 👍 https://t.co/sLJilBxmJe
— Preity G Zinta (@realpreityzinta) May 6, 2024
রাখ ঢাক করে কথা বলেন না প্রীতি। যে কারণে তাঁর এক ভক্ত যেই না তাঁকে টিমের এ বছরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন, ‘নিশ্চিতভাবে দলের পারফরম্যান্সে খুব খুশি নই। চারচে ম্যাচ আমরা শেষ বলে হেরেছি। আমাদের ক্যাপ্টেনকে চোটের কারণে আমরা হারিয়েছি। কয়েকটা ম্যাচে এক্কেবারে নজরকাড়া ছিল। আবার কয়েকটা ম্যাচ এমন যা নিয়ে বলার মতো নয়। আমরা আমাদের হোম ম্যাচ জিতলে ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারব। ভালো ও খারাপ সময়ে আমাদের পাশে থাকার জন্য, সমর্থন করার জন্য সকল ভক্তদের ধন্যবাদ জানাই।’
এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। ৯ মে আরসিবির বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচ। তারপর ১৫ মে ও ১৯ মে যথাক্রমে রাজস্থান ও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পঞ্জাবের।