পূর্ব মেদিনীপুর: জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। সেই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার হুমায়ুনের পাল্টা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুনকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন তিনি।
শুভেন্দু বলেন, “উনি সব সময়ই এমন বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন তখনও এইসব কথা বলেছিলেন। শুধুমাত্র বাজার মাত করার জন্য, প্রচারের আলোর জন্য এই সব কথা বলেন। এই সব লোককে কীভাবে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হয় বিজেপি সরকার এলে করে দেখাব।”
প্রসঙ্গত, শনিবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, “ওরা যত খুশি মিছিল করুক। এক হাজার লোক নিয়ে মিছিল করলে আমি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করব। ওদের মেডিক্যাল কলেজে ঘিরে রেখে দেব। মেডিক্যাল কলেজ ঘেরাও করে রাখব। নেত্রী নিষেধ করলেও শুনব না।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন,”আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়? আমার আর কিছু পাওয়ার নেই। কিন্তু এরা ডাক্তার? ৫০টা ডাক্তারকে ঘরে ঢোকাতে ২ মিনিট লাগবে। আর প্রশাসনও আমার বিরুদ্ধে কী করে দেখব।”