Cooperative society election: নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, ১২টি আসনের ১১টি জিতল বিজেপি

Kanishka Maity | Edited By: সঞ্জয় পাইকার

Oct 27, 2024 | 9:46 PM

Cooperative society election: ভোটগণনার পর দেখা যায়, ১২টি আসনের মধ্যে ১১টি পায় বিজেপি। আর একটি আসনে জেতে তৃণমূল সমর্থিত প্রার্থী। সমবায় নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় বিজয় মিছিল করে বিজেপি।

Cooperative society election: নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, ১২টি আসনের ১১টি জিতল বিজেপি
নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি

Follow Us

নন্দীগ্রাম: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। নির্বাচন ঘিরে উত্তেজনার পর মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টি পেল বিজেপি। একটি আসনে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থী। সমবায় নির্বাচন ঘিরে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ তুলে পরস্পরের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। রবিবার ফলাফল ঘোষণার পর এলাকায় বিজয় মিছিলও করে বিজেপি।

মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি ও তৃণমূল। এদিন ভোটগ্রহণ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। অশান্তি রুখতে নন্দীগ্রাম থানার পুলিশ তৎপর হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তৃণমূলের নন্দীগ্রাম ১ ব্লক সভাপতি
বাপ্পাদিত্য গর্গ বলেন, “সমবায় উন্নয়ন মঞ্চের যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের আমরা সমর্থন করেছি। ভোট গ্রহণ শেষ পর্যায়ে। বিজেপি আন্দাজ করতে পেরেছে এই সমবায় সমিতির নির্বাচনে পরাজয় নিশ্চিত। যে কারণে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।”

সেইসময় জেলা বিজেপির সহ সভাপতি সাহেব দাস বলেন, “আমরা পুলিশকে বলেছিলাম ১০০ মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প না করতে দিতে। পুলিশ আমাদের কথা কানে দেয়নি। যার কারণে পাশাপাশি দুই দলের ক্যাম্প হওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর জয়পরাজয় নির্বাচনের ফল বেরানোর পর জানা যাবে। ওরা অশান্তি চাইছে। সেই জন্য প্ররোচনা দিচ্ছে।”

এই খবরটিও পড়ুন

শেষপর্যন্ত ভোটগণনার পর দেখা যায়, ১২টি আসনের মধ্যে ১১টি পায় বিজেপি। আর একটি আসনে জেতে তৃণমূল সমর্থিত প্রার্থী। সমবায় নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় বিজয় মিছিল করে বিজেপি। মিছিল থেকে শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

সমবায় সমিতির নির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল

একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল রাজ্যবাসী। তৃণমূলের প্রার্থী ছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু। সেই লড়াইয়ে শেষপর্যন্ত জেতেন বিজেপি প্রার্থী। এদিন মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে ফল বেরোনোর পর শুভেন্দু বলেন, “মহেশপুর সমবায় সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য আমি সব ভোটদাতাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।” সমবায় নির্বাচনে বিজেপির জয়ী সদস্যদের অভিনন্দন জানান বিরোধী দলনেতা।

 

Next Article