Nandigram: নন্দীগ্রামে বালতি ভরা তাজা বোমা, এলাকায় বাড়ছে আতঙ্ক

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Jun 22, 2024 | 8:56 PM

Nandigram: স্থানীয় এক বাসিন্দা সাবেরা বিবির কথায়, "পাড়ায় ছিলাম না। এসে দেখি পুলিশে ছয়লাপ। শুনি সকলে বলাবলি করছে বোমা পাওয়া গিয়েছে। আমরা তো ভয়ে এগোতে পারছিলাম না। পাড়ার কয়েকজন ছেলে দেখলাম জল ভর্তি বালতি নিয়ে এগিয়ে যাচ্ছে। বোমাগুলি জলে ডোবানোর জন্য জল নিয়ে গেল ওরা।"

Nandigram: নন্দীগ্রামে বালতি ভরা তাজা বোমা, এলাকায় বাড়ছে আতঙ্ক
বোমা উদ্ধার নন্দীগ্রামে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে উদ্ধার হল তাজা বোমা। নন্দীগ্রাম-২ ব্লকের মনোহরপুর গ্রামে ইটভাটার পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয় ৬টি তাজা বোমা। ইট ভাটার কাজ বন্ধ থাকার জন্য ভাটার ওই ঘরগুলিতে বর্তমানে কেউ থাকেন না। এলাকার লোকজনের অভিযোগ, ফাঁকা ভাটা অপরাধীদের বিচরণক্ষেত্র হয়ে উঠছে। এই সব জায়গা সমাজ বিরোধীদের আখড়া বলেও দাবি স্থানীয় এলাকাবাসীর। এখন আবার বোমাও রাখা হচ্ছে।

গত বছর জুলাই মাসে একই জায়গায় রাস্তার পাশে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছিল এক নাবালক। এক বছর ঘোরার আগেই সেই একই জায়গায় আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় এক বাসিন্দা সাবেরা বিবির কথায়, “পাড়ায় ছিলাম না। এসে দেখি পুলিশে ছয়লাপ। শুনি সকলে বলাবলি করছে বোমা পাওয়া গিয়েছে। আমরা তো ভয়ে এগোতে পারছিলাম না। পাড়ার কয়েকজন ছেলে দেখলাম জল ভর্তি বালতি নিয়ে এগিয়ে যাচ্ছে। বোমাগুলি জলে ডোবানোর জন্য জল নিয়ে গেল ওরা।”

রাজনীতির হটস্পট হিসাবে সেই কবে থেকেই নন্দীগ্রামের পরিচিতি। রাজনৈতিক হিংসার অভিযোগ এখানে নতুন নয়। এই মাসের শুরুতেই নন্দীগ্রাম-২ ব্লকে টাকাপুরায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন দু’জন। পরবর্তীকালে দু’জন মারা যান।

কিছুদিন আগেই নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুরে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এদিন ফের নন্দীগ্রাম-২ ব্লকে তাজা বোমা উদ্ধার হল। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতরও শুরু। বরাবরের মতোই এবারও বিজেপি বলছে, এ রাজ্যে বোমা কুটিরশিল্পের রূপ নিয়েছে, এসব ঘটনা তা প্রমাণ করে। শাসকশিবির অবশ্য বলছে, পুলিশ সবটাই খতিয়ে দেখছে।

Next Article