Awas Yojana: আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই তুমুল গণ্ডগোল, হেনস্থার মুখে বিডিও, পঞ্চায়েত প্রধান

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2022 | 1:13 AM

Awas Yojana: আবাস যোজনা নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ সামনে এসেছে। যোজনার জন্য যাঁরা যোগ্য, তাঁদের নাম তালিকায় তোলা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

Awas Yojana: আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই তুমুল গণ্ডগোল, হেনস্থার মুখে বিডিও, পঞ্চায়েত প্রধান

Follow Us

পূর্ব মেদিনীপুর: আবাস যোজনার প্রাপকদের নাম প্রকাশ করা হয়েছে সমীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে। আর সেই তালিকা প্রকাশ্যে আসার পরই বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীদের একাংশ। সোমবার গ্রামসভায় বিডিও-কে ও পঞ্চায়েত প্রধানকে রীতিমতো হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

আবাস যোজনা নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ সামনে এসেছে। যোজনার জন্য যাঁরা যোগ্য, তাঁদের নাম তালিকায় তোলা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই নবান্নের নির্দেশে সম্প্রতি শুরু হয়েছে সমীক্ষা। ব্লকে ব্লকে সমীক্ষা চালাচ্ছেন বিডিও ও অন্য়ান্য সরকারি আধিকারিকরা। তারপরও বিতর্ক থামছে না। যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরাই ক্ষোভ উগরে দিচ্ছেন। তেমন ঘটনাই ঘটল পূর্ব মেদিনীপুরে।

গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও আবাস প্লাসে বাড়ি বিতরণের জন্য তালিকা প্রকাশ করা হয় এদিনের গ্রামসভায়। যাঁদের নাম আছে আর যাঁদের নাম নেই, সেই দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। বিডিও ও প্রধানকে হেনস্থা করার অভিযোগ ওঠে। এলাকায় উত্তেজনা ছড়ায়।

স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, এমন অনেকে ঘর পেয়েছেন, যাঁদের আর্থিক অবস্থা অপেক্ষাকৃ ভাল। আবার দরিদ্র মানুষের নাম বাদ যাওয়ার ঘটনাও ঘটেছে। সে কারণেই এই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত প্রধান এই প্রসঙ্গে জানান, সরকারি আধিকারিকরা সমীক্ষা করে যাঁদের নাম দিয়েছেন, পঞ্চায়েতের কোনও সদস্য দেননি। তাঁদের নামই রাখা হয়েছে আবাস যোজনার তালিকায়। সেই তালিকা অনেকের নাম না থাকায় তাঁরা বিক্ষোভ দেখান।

Next Article