TMC Win: ফের ধরাশায়ী ‘রাম-বিজেপি জোট’, পাঁশকুড়ায় সমবায়ে উড়ল সবুজ আবীর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 18, 2022 | 11:27 PM

Purba Medinipur: রবিবার তমলুকের খঞ্চি সমবায় সমিতি ও জিয়াখালি সমবায় সমিতির নির্বাচন ছিল। দু'টিতেই জয় পায় তৃণমূল।

TMC Win: ফের ধরাশায়ী রাম-বিজেপি জোট, পাঁশকুড়ায় সমবায়ে উড়ল সবুজ আবীর
সমবায়ে জয় তৃণমূলের।

Follow Us

পূর্ব মেদিনীপুর: ফের সমবায়ে তৃণমূলের জয়জয়কার। দু’টি সমবায়ে জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থী। পাঁশকুড়া ব্লকের জিয়াখালি- হাতিশাল সমবায় ও খঞ্চি সমবায় সমিতিতে ফুটল ঘাসফুল। নন্দকুমার সমবায় সমিতিতে বিজেপি ও বামেদের ‘জোট’ জয়লাভ করলেও নন্দকুমারের পাশে খঞ্চি সমবায় সমিতির নির্বাচনে জয় পেল তৃণমূল। রবিবার তমলুকের খঞ্চি সমবায় সমিতি ও জিয়াখালি সমবায় সমিতির নির্বাচন ছিল। দু’টিতেই জয় পায় তৃণমূল। তমলুকের খঞ্চি সমবায় সমিতির ৪৪টি আসনের মধ্যে ৩২টি আসনে জয়ী হয়েছে জোড়াফুল। ১০টি আসনে বিজেপি, সিপিএম জয় পেয়েছে ২টি আসনে। এই সমবায় সমিতি তৃণমূলের দখলে থাকলেও এই প্রথম ১০টি আসনে জয় পেল বিজেপি। যদিও বিরোধীদের জয়কে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, “খঞ্চি সমবায় সমিতির যে ভোট হল তাতে আমরাই জিতেছি। এখানে ৪৪টি আসনের মধ্যে আমরা ৩২টি পেয়েছি। সিপিএম ২টি পেয়েছে। ১০টি পেয়েছে বিজেপি। সাধারণ মানুষ আমাদের সমর্থন করে জিতিয়ে এনেছে কারণ এই সমবায় সবসময় মানুষের সঙ্গে থাকে।”

অন্যদিকে জিয়াখালি-হাতিশাল সমবায় সমিতির ৪২টি আসনের মধ্যে ২২টিতে তৃণমূল ও ২০টি আসনে বিজেপি ও বামেদের অলিখিত জোটপ্রার্থী জয়ী হয়েছে। এ বিষয়ে পাঁশকুড়া-১ মণ্ডলের বিজেপি নেতা সৌমিত্র সেতুয়া বলেন, “শাসকদলের সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা যে সমস্ত বুথে প্রার্থী দিতে পেরেছি সে সমস্ত প্রার্থী লড়াই করেছেন। মানুষের আমাদেরও ভোট দিয়েছেন। যা আসন পেয়েছি, তাকে স্বাগত জানাই।”

যদিও তৃণমূল নেতা সুজিত রায়ের কথায়, “সমবায় ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জিতেছেন। বিজেপি-বামের জোট কয়েকটি আসন পেয়েছে। সেগুলি আমরা পর্যালোচনা করে দেখব। ওরা জোটের কোনও ব্যানার দেয়নি ঠিকই। বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার করেছে, তা সিপিএমের নেতা ও বিজেপি নেতা একসঙ্গে গিয়ে করেছেন।”

Next Article