Purba Medinipur: সুবল মান্নাকে শোকজ নিয়ে মুখ খুললেন ‘গুরুদেব’ শিশির, যা বললেন…

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

Dec 24, 2023 | 7:33 PM

TMC: কাঁথির একটি বেসরকারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চলতি সপ্তাহে। আমন্ত্রিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। সেখানেই মঞ্চে সুবল শিশিরবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যা ঘিরে বিতর্ক দানা বাঁধে। সুবল মান্নার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরে।

Purba Medinipur: সুবল মান্নাকে শোকজ নিয়ে মুখ খুললেন গুরুদেব শিশির, যা বললেন...
সুবল মান্না নিয়ে প্রতিক্রিয়া শিশির অধিকারীর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: ‘গুরুদেব’ শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করে চরম বিপাকে কাঁথির পুরপ্রধান সুবল মান্না। ইতিমধ্যেই দল তাঁকে এই ঘটনার জন্য কারণ দর্শানোর চিঠি ধরিয়েছে। পাল্টা সুবলও বলেছেন, যা বলার তিনি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন। তবে গত কয়েকদিনে এ নিয়ে কথা বলতে চাননি, যাঁকে প্রণাম করা নিয়ে এত বিতর্ক সেই শিশির অধিকারী। অবশেষে রবিবার প্রতিক্রিয়া দেন কাঁথির তৃণমূল সাংসদ। বলেন, ‘এসব বাচ্চাদের খেলা’। অন্যদিকে শোকজের চিঠি পাওয়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তাঁর কোনও জবাব সুবল মান্না দলকে দেননি।

কাঁথির একটি বেসরকারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চলতি সপ্তাহে। আমন্ত্রিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। সেখানেই মঞ্চে সুবল শিশিরবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যা ঘিরে বিতর্ক দানা বাঁধে। সুবল মান্নার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে দলের অন্দরে।

কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবেসে দলটা করেন, তাঁদের এই ধরনের ঘটনা দেখলে খারাপ লাগাটাই স্বাভাবিক। কারণ, শিশিরবাবুর পরিবারের লোকেরাই দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করেন।

এদিন ভগবানপুর উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশির অধিকারীকে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এসব বাচ্চা বাচ্চা ছেলেপুলের ব্যাপার। এসবে আমাকে জড়িও না। একেবারে বাচ্চার খেলা। এত কিছু তো বলতেই পারব না। মঞ্চে বসে আছি। একজন এসে প্রণাম করল। পরে বুঝলাম ও সুবল মান্না।” কাঁথি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পণ্ডা জানান, সুবল মান্নাকে যে শোকজের চিঠি দেওয়া হয়েছে, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার উত্তর এখনও আসেনি। দল পুরো ব্যাপারটাতেই নজর রেখেছে।

Next Article