ভগবানপুর: পঞ্চায়েত ভোটের আগে এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাঁপি ছিল অব্যাহত। এবার সামনেই লোকসভা ভোট। তার আগে ধীরে ধীরে তপ্ত হচ্ছে বাংলার মাটি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় ধরল বিজেপিতে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিন বিজেপি নেতা।
ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ইটাবেড়িয়া অঞ্চলে তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠক ছিল। সেখানেই শনিবার এই যোগদান কর্মসূচির অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে ইটাবেড়িয়া অঞ্চলের ১৯৩ নং বুথের বিজেপির বুথ সভাপতি লক্ষ্মীকান্ত দাস,বিজেপির বুথ যুব সভাপতি সৌমিত্র দে ও বিজেপির যুব নেতা ঝাড়েশ্বর গোল তুলে নিলেন তৃণমূলের পতাকা।
তাঁদেরকে ঘাসফুল শিবিরে অর্ভ্যথনা জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পিযুষকান্তি পন্ডা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মানুষকে ভাত মারতে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এরা যোগদান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একের পর জনমুখী প্রকল্প গড়ে তুলছেন। শুধু আজ বলে নয়, আগামী কয়েকদিনে দেখতে পাবেন আপনারা হাজার হাজার বিজেপি কর্মী এই কাঁথিতে নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগদান করবেন।” কাঁথি জেলা বিজেপি সহ সভাপতি তাপস দোলাই বলেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। কেউ যোগদান করেনি। তৃণমূল ভুল খবর প্রচার করছে। আর এরা তৃণমূলেই ছিলেন। ছদ্মবেশী রুপে। তাই এদের যোগদানে বিজেপির কোনও ক্ষতি হবে না।”