Sisir Adhikari: ‘বাংলাকে অন্ধকার থেকে মুক্ত করুক’, কালীপুজোর উদ্বোধনে এসে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা শিশির অধিকারীর

Kanishka Maity | Edited By: অংশুমান গোস্বামী

Nov 13, 2023 | 8:15 AM

রবিবার সন্ধ্যায় নিউ দিঘার শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়িক কমিটির কালীপুজোর উদ্বোধন করেছেন তিনি। সেখানেই বীর সেনা জওয়ানদের সম্বর্ধনাও জানানো হয়েছে। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শিশির অধিকারী। তিনিই প্রাক্তন সেনাকর্মীদের হাতে সম্মানপত্র তুলে দেন। তার পরই রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা শোনা গেল তাঁর গলায়।

Sisir Adhikari: ‘বাংলাকে অন্ধকার থেকে মুক্ত করুক’, কালীপুজোর উদ্বোধনে এসে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা শিশির অধিকারীর
শিশির অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঁথি: নিউ দিঘায় একটি পুজো কালীপুজোর উদ্বোধন করতে এসে রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা শোনা গেল কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর কথায়। রবিবার সন্ধ্যায় নিউ দিঘার শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়িক কমিটির কালীপুজোর উদ্বোধন করেছেন তিনি। সেখানেই বীর সেনা জওয়ানদের সম্বর্ধনাও জানানো হয়েছে। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শিশির অধিকারী। তিনিই প্রাক্তন সেনাকর্মীদের হাতে সম্মানপত্র তুলে দেন। তার পরই রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা শোনা গেল তাঁর গলায়। রাজ্য অন্ধকারে ঢুবে গিয়েছে বলেও আক্ষেপ তাঁর।

এ বিষয়ে কাঁথিক সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারী বলেছেন, “মা অন্ধকার থেকে মুক্ত করুক। আমাদের যে খারাপ কাজ আছে তার থেকে মুক্ত করুক। বাংলা এখন যা অন্ধকারে ডুবে গিয়েছে। যে দিকেই তাকাই সব শেষ। চারিদিকে শুধু চুরি। খবরের কাগজ খুললেই শুধু চুরি। চাল-ডাল থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা। রেশন কার্ডও দুর্নীতি প্রকাশ পাচ্ছে। এ আমরা ভাবতেও পারি না। বাংলা, বাঙালির উন্নয়ন, আমাদের-আপনাদের ঘরের ছেলেমেয়েদের উন্নতি কামনা করি মায়ের কাছে। মা যেন সব বাজে জিনিস থেকে বাংলা মুক্ত হোক। আমাদের দিঘায় আরও উন্নতি হোক। ব্যবসায়ীদের আরও সমৃদ্ধি কামনা করি।”

প্রসঙ্গত, শিশির অধিকারী এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ। যদিও শুভেন্দু অধিকারী বিজেপি যোগদানের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে শিশির অধিকারীর। তার পর থেকে তৃণমূলের কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও দলের অবস্থানে চলতে দেখা যায়নি তাঁকে। তাৎপর্যপূর্ণ ভাবে, এ দিন শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেছেন কাঁথির সাংসদ। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু যে ভাবে কাজ করছেন তার প্রশংসাও শোনা গিয়েছে শিশিরের গলায়। কিন্তু কালীপুজোর উদ্বোধনে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন তিনি।

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেছেন, “উনার জীবন অন্ধকারে ভরে গিয়েছে। মাথারও ঠিক নেই। তাই এ সব বলেছেন।”

Next Article