Cyber Crime: OTP শেয়ার করে লক্ষাধিক টাকা খুইয়েছিলেন আমেরিকানিবাসী, টাকা ফেরাল কাঁথি থানা

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 15, 2024 | 5:21 PM

Cyber Crime: জানা গিয়েছে, মারিশদা এলাকার বাসিন্দা গৌতমকুমার সাহু কর্মসূত্রে আমেরিকায় থাকেন। কলকাতায় একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। বেশ কিছুদিন আগে গৌতমের ফোনে একটি ওটিপি আসে। তিনি তা শেয়ার করেন।

Cyber Crime: OTP শেয়ার করে লক্ষাধিক টাকা খুইয়েছিলেন আমেরিকানিবাসী, টাকা ফেরাল কাঁথি থানা
টাকা ফেরত দিল পুলিশ
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর:  সাইবার প্রতারকদের খপ্পর থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করে আমেরিকা প্রবাসীকে ফিরিয়ে দিল কাঁথি থানার পুলিশ। ওটিপি শেয়ার করে সাইবার
প্রতারণার শিকার হয়েছিলেন আমেরিকা নিবাসী এক ব্যক্তি। তাঁর ১লক্ষ ২৪হাজার ৯৯৯টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল কাঁথি থানার পুলিশ। এদিন কাঁথি থানার পক্ষে পুলিশের তরফে ওই টাকার চেক তুলে দেওয়া হয় প্রতারিত ব্যক্তির শ্যালক সৌমেন সাহুর হাতে। উপস্থিত ছিলেন আইসি প্রদীপকুমার দান-সহ সাইবার সেলের কর্মীরা।

জানা গিয়েছে, মারিশদা এলাকার বাসিন্দা গৌতমকুমার সাহু কর্মসূত্রে আমেরিকায় থাকেন। কলকাতায় একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। বেশ কিছুদিন আগে গৌতমের ফোনে একটি ওটিপি আসে। তিনি তা শেয়ার করেন। এরপর গৌতমের অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ২লক্ষ ৭৪হাজার ৯৯৯টাকা কেটে নেয় – প্রতারকরা।

তিনি প্রতারকদের খপ্পরে পড়ে গিয়েছেন বুঝতে পারেন। সেই সময় তিনি মারিশদা এলাকায় নিজের বাড়ি এসেছিলেন। পরবর্তীকালে গৌতমের হয়ে শ্যালক মারিশদারই বাসিন্দা সৌমেন সাহু কাঁথি থানায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। ঘটনার অভিযোগ পেয়ে কাঁথির সাইবার ক্রাইম বিভাগ তা আটকে দেয়। ১লক্ষ ২৪ হাজার ৯৯৯ টাকা উদ্ধার করতে সমর্থ হয়। পরবর্তী পর্বে নানা আইনি প্রক্রিয়া শেষে ওই। ওই টাকার চেক প্রতারিত ব্যক্তির আত্মীয়ের হাতে। তুলে দেওয়া হয়।

কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানান, “অনেকে লোভের বশবর্তী হয়ে শেয়ার মার্কেট-সহ বিভিন্ন ক্ষেত্রে টাকা লগ্নি করে কিংবা ওটিপি শেয়ার করে প্রতারকদের খপ্পরে পড়ছেন। আমরা সকলের উদ্দেশ্য বলছি সতর্ক ও সজাগ থাকুন যাতে পরবর্তী কালে এমন সমস্যায় পড়তে না হয়।”

Next Article