Dibyendu Adhikari: অভিষেককে চায়ের নিমন্ত্রণ শান্তিকুঞ্জে; দিব্যেন্দু বলছেন ‘এলে খুশি হব’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 26, 2022 | 1:29 PM

Dibyendu Adhikari: কাঁথি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করতে আসা প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী বললেন, "বাড়িতে চা খেতে আসতে বলব, এলে খুশি হব।"

Dibyendu Adhikari: অভিষেককে চায়ের নিমন্ত্রণ শান্তিকুঞ্জে; দিব্যেন্দু বলছেন এলে খুশি হব
দিব্যেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

Follow Us

কাঁথি: ডিসেম্বরের শুরুতেই পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা করবেন অধিকারী-গড় কাঁথিতে। শান্তিকুঞ্জ থেকে মাত্র ২০০ মিটার দূরেই সভা রয়েছে তাঁর। আর এবার পাল্টা রাজনৈতিক সৌজন্য শান্তিকুঞ্জ থেকেও। অভিষেককে শান্তিকুঞ্জে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। প্রসঙ্গত, শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের ঘরে ডেকেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একদা সহযোদ্ধা শুভেন্দুর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এমনকী শান্তিকুঞ্জের অভিভাবক তথা সাংসদ শিশির অধিকারীর প্রতিও নমনীয় মমতা। এবার পাল্টা সৌজন্য দেখালেন দিব্যেন্দুও। অধিকারী-পাড়ায় অভিষেকের সভা করতে আসা প্রসঙ্গে বললেন, “বাড়িতে চা খেতে আসতে বলব, এলে খুশি হব।”

এর পাশাপাশি শুক্রবার রাজ্য বিধানসভায় রাজনৈতিক সৌজন্যের যে নজির দেখা গিয়েছে, সেই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সৌজন্যের সাক্ষাৎ। এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎকার। বিধানসভার মধ্যে বিরোধীরা বিরোধীদের কথা বলবে, সরকার তাদের সরকারের কথা বলবে।” এরপরই শান্তিকুঞ্জের অদূরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করতে আসার প্রসঙ্গে প্রশ্ন করা হয় দিব্যেন্দুকে। জবাবে তিনি অভিষেককে শান্তিকুঞ্জে চায়ের জন্য আমন্ত্রণ জানান।

যদিও অভিষেককে শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ নিয়ে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি জেলার তৃণমূল শিবির। জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি বললেন, “এতদিন দিব্যেন্দু অধিকারী কোথায় ছিলেন? তিনি (দিব্যেন্দু অধিকারী) আগে বলুন কোন দলের আছেন? তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ। বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেছেন কাঁথিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে রোড শো করেছেন। তখন তিনি কোথায় ছিলেন? তারপরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চা খেতে আমন্ত্রণ জানাবেন। যদিও এটা ব্যক্তিগত মত।”

প্রসঙ্গত, রাজ্য রাজনীতির একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ শান্তিকুঞ্জ। এই বাড়িতে থাকেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীও রয়েছেন। উভয় সাংসদই খাতায় কলমে তৃণমূলের হলেও বর্তমানে ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁদের ব্যবধান অনেকখানি।

Next Article