পূর্ব মেদিনীপুর: বছরভর দিঘায় পর্যটকদের ভিড়। সেই পর্যটকদের স্বচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দিঘাকে হকারমুক্ত করতে চায় জেলা প্রশাসন। তার জন্য বিশেষ পদক্ষেপেরও সিদ্ধান্ত নিয়েছে তারা। সৈকত সুন্দরীকে আরও সাজিয়ে তুলতে এবং পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে আলাদা করে নজর দিচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তথা জেলা প্রশাসন। বৃহস্পতিবার একটি বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।
দিঘায় সমুদ্রপারে হকারদের রমরমা। এক এক সময় তো হাঁটার রাস্তাটুকু পান না পর্যটকরা। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে থাকেন হকাররা। শুধু বসেই নন, অনেকে আবার সমুদ্রের ধারে ঘুরে ঘুরেও জিনিস বিক্রি করেন। ফলে হকার সমস্যা পর্যটকদের জন্য একটা বড়সড় সমস্যা বলেই মনে করছে জেলা প্রশাসন।
সূত্রের খবর, বড়দিনের আগেই দিঘাতে হকার উচ্ছেদের কাজ শুরু করা হবে। সূত্রের দাবি, ঠিক হয়েছে যেসব হকার স্টলের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনকারীদের বাদ দিয়ে বাকি হকারদের উচ্ছেদ করা হবে।
দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, তারা কোনওরকম ভাঙাভাঙিতে যেতে চান না। তাই বড়দিনের আগে হকারদের সরে যেতে বলা হবে। শুক্রবার থেকে এই নিয়ে প্রচার ও মাইকিংও শুরু হবে। অন্যদিকে যাঁরা স্টলের জন্য আবেদন করলেও এখনও স্টল পাননি, তাঁদের পরিচয় কার্ড দেওয়া হবে। যাঁদের এই কার্ড থাকবে, তাঁরা ব্যবসাও করতে পারবেন।