Digha Update: আশঙ্কার নাম ‘রেমাল’, দিঘা-মন্দারমণিতে জারি কড়া সতর্কতা

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2024 | 10:07 AM

Digha: জেলা প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি বিডিও অফিসেই খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা দফতর। চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকে।সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের।

Digha Update: আশঙ্কার নাম রেমাল, দিঘা-মন্দারমণিতে জারি কড়া সতর্কতা
চলছে মাইকিং
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দিঘা: সদ্য মিটেছে তমলুক ও কাঁথির ভোট। তবে তাতেও শান্তি নেই। ভোট আবহ কাটতে না কাটতেই উপকূলে চোখ রাঙাচ্ছে রেমাল। আগেই যদিও সতর্কতা জারি করা হয়েছিল। এবার সেই পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা সদর তমলুকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই খোলা থাকবে রুমটি।

জেলা প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি বিডিও অফিসেই খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা দফতর। চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকে।সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের। কোলাঘাট, গেঁওখালি, হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরি, জুনপুট, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দিঘায় চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি উপকূল রক্ষীবাহিনীও বাড়তি নজর রেখেছে।

শনিবার ভোররাত থেকেই জেলার সব জায়গায় অল্প-বিস্তর শুরু হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। এ দিকে রেমালের জেরে আতঙ্কিত উপকূল এলাকার বাসিন্দারা। সেখানকার বাসিন্দাদের আশঙ্কা বৃষ্টির জেরে সমুদ্রের বাঁধ ভেঙে যেতে পারে। এর পাশাপাশি রেমাল সতর্কতায় হলদিয়া কোস্টগার্ডের পক্ষ থেকে রিমোট অপারেটিং স্টেশনের ভিডিও বার্তার মাধ্যমে মাঝ সমুদ্র থেকে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে ফিরে আসার জন্য নির্দেশ জানানো হচ্ছে।

Next Article