Remal Effect: সুন্দরবন তো তোলপাড়, দিঘায় রেমাল কতটা বিধ্বংসী?

Kanishka Maity | Edited By: সায়নী জোয়ারদার

May 27, 2024 | 2:08 PM

Cyclone Remal Effect: শুধুই দিঘাই নয়, কড়া নজরদারি তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি-সহ বিভিন্ন সাগরতটেই। আমপান, ফনি, ইয়াস যে তাণ্ডব তাদের বুকের উপর দিয়ে চালিয়েছে, তাতে শনিবার থেকেই প্রমাদ গুনছিল উপকূলবাসী। তবে রবিবার হাওয়ার দাপট ও বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন বেগ পেতে হয়নি। সোমবারও সেই বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু চলছে।

Remal Effect: সুন্দরবন তো তোলপাড়, দিঘায় রেমাল কতটা বিধ্বংসী?
সোমবার সকালে দিঘার সমুদ্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: বঙ্গে কোনও দুর্যোগ এলেই সবথেকে বেশি উদ্বেগ, আশঙ্কা থাকে দিঘা এবং সুন্দরবন নিয়ে। উপকূলের দুই জায়গা একেবারে তছনছ করে দিয়ে যান সাইক্লোন। তবে প্রকৃতির অশেষ দয়া এবার ছাড় পেয়েছে দিঘা। সুন্দরবন তোলপার করলেও রেমাল সৈকত শহর দিঘা, মন্দারমণির দিকে পা বাড়ায়নি। বরং এই মুহূর্তে দিঘার আবহাওয়া যথেষ্ট মনোরম। সমুদ্রে জলোচ্ছ্বাস রয়েছে, তবে ফুরফুরে হাওয়ায় পর্যটকরাও একেবারে ফুরফুরে মেজাজে।

রেমালের তেমন প্রভাবই পড়েনি দিঘায়। সমুদ্রমুখী পর্যটকরা মেঘলা আকাশ, বৃষ্টিহীন মনোরম পরিবেশ ভালই উপভোগ করছেন। তবে পুলিশ প্রশাসন কিংবা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কিন্তু কড়া নজর রেখেছে।

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রধান করণিক চন্দন কর্মকার বলেন “আজও আমরা সমুদ্রে কাউকে স্নান করার অনুমতি দেব না। পর্যটকরা ২ দিন নতুন করে কেউ হোটেলে উঠতে আসতে পারবে না। দিঘা থানা, মোহানা থানা প্রচার করছে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক, আমরা কর্মীরা সকলে নজর রাখছি। আমরা মাইকিং তো করছিই। সঙ্গে বিচে যে সাউন্ড বক্স লাগানো, তাতেও ঘোষণা চলছে। আবহাওয়া দফতরের ভয়াল কোনও পূর্বাভাস এখানকার জন্য এখন নেই। তবে সবরকম সতর্কতা আমরা মেনে চলছি।”

শুধুই দিঘাই নয়, কড়া নজরদারি তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি-সহ বিভিন্ন সাগরতটেই। আমপান, ফনি, ইয়াস যে তাণ্ডব তাদের বুকের উপর দিয়ে চালিয়েছে, তাতে শনিবার থেকেই প্রমাদ গুনছিল উপকূলবাসী। তবে রবিবার হাওয়ার দাপট ও বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন বেগ পেতে হয়নি। সোমবারও সেই বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু চলছে।

Next Article