AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: কেন শমীকের সভাপতির হওয়ার দিন পাশে ছিলেন না? যা উত্তর দিলেন দিলীপ

Dilip Ghosh: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ। গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন দিলীপ ঘোষ। দলের রাজ্যস্তরের একাধিক নেতার সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে সেভাবে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায় না।

Dilip Ghosh: কেন শমীকের সভাপতির হওয়ার দিন পাশে ছিলেন না? যা উত্তর দিলেন দিলীপ
দিলীপ ঘোষ।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 04, 2025 | 8:14 PM
Share

পূর্ব মেদিনীপুর: বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য। সায়েন্স সিটি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। ছিলেন প্রাক্তন সভাপতি রাহুল সিনহাও। কিন্তু দেখা মেলেনি দিলীপ ঘোষের। কিন্তু কেন? এবার মুখ খুললেন দিলীপ। পূর্ব মেদিনীপুরের কাঁকটিয়া বাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বললেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যাইনি।”

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ। গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন দিলীপ ঘোষ। দলের রাজ্যস্তরের একাধিক নেতার সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে সেভাবে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায় না।

শমীক যেদিন দলের রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন, সেই মঞ্চেও দেখা গেল না দিলীপকে। স্বাভাবিকভাবেই চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। শমীক ও দিলীপ-দুজনেই সঙ্ঘের সদস্য, গেরুয়া শিবিরের পুরনো লড়াকু নেতা। শমীক যেদিন দলের সভাপতি হলেন, তার পরদিনই ডুগডুগি বাজাতে বাজাতে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে। সাংবাদিকরা প্রশ্ন করতেই বললেন, “বর্তমান পরিস্থিতির নিয়ে সবাইকে জাগাচ্ছি।” তবে কোন পরিস্থিতি, হঠাৎ করে আজই বা কেন মানুষকে ডুগডুগি হাতে নিয়ে জাগানোর প্রয়োজন হল তার স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

তবে কি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে দিলীপের? প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি বলেন, “আমি সাধারণ কর্মী। আমাকে যেখানে উচ্চ নেতৃত্ব যেতে বলে আমি সেখানেই শুধুমাত্র যাই।”