AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mandarmani: মন্দারমণিতে এ কী কাণ্ড! বন্দুক ধরে কিডন্যাপ, যে সিনেমার চিত্রনাট্য

Mandarmani: পুরো ঘটনা জানিয়ে মন্দারমণি থানায় অভিযোগও জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করে।

Mandarmani: মন্দারমণিতে এ কী কাণ্ড! বন্দুক ধরে কিডন্যাপ, যে সিনেমার চিত্রনাট্য
| Edited By: | Updated on: Jul 25, 2025 | 2:49 PM
Share

মন্দারমণি: সিনেমার ছকেই অপহরণ মন্দারমণিতে। বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হল পরিচালককে! তড়িঘড়ি তদন্তে নামল পুলিশ।

জানা যাচ্ছে, তিন দিন আগে কলকাতার টালিগঞ্জ থেকে মিউজিক অ্যালবাম শ্যুটের জন্য একটি ১৬ জনের টিম মন্দারমণিতে যায়। বৃহস্পতিবার তাঁদের ফেরার দিন ছিল। হঠাৎ করে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি প্রাইভেট গাড়ি আচমকা হাজির হয় ও ওই টিমের মধ্যে থেকে পরিচালক শ্রীকান্ত ঝা ওরফে প্রিন্সকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে চলে যায়।

শ্রীকান্তকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। পুরো ঘটনা জানিয়ে মন্দারমণি থানায় অভিযোগও জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করে। রাতেই মন্দারমণি থানার ওসি সহ তদন্তকারী অফিসাররা অভিযান চালায়। খড়্গপুর থেকে শ্রীকান্ত ঝা ওরফে প্রিন্সকে উদ্ধার করে।

এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) শুভেন্দ্র কুমার জানান, এই ঘটনার অভিযোগ পান তাঁরা। সঙ্গে সঙ্গে তদন্তে নেমেই ১২ ঘন্টার মধ্যে অপহৃত ব্যাক্তিকে খড়্গপুর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সকলেই ওঁর পরিচিত। বিষয়টি টাকা ধার জনিত বিষয় থেকেই হয়েছে বলে অনুমান। সমগ্ৰ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আসল কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ।