Murder in Digha: মধুচক্রের টাকার ভাগ নিয়ে ঝামেলা, দিঘায় খুন হোটেল কর্মী

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Oct 27, 2023 | 10:23 PM

Murder in Digha: মৃত হোটেল কর্মী স্বপন দাসের (৫৬) পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হোটেলের এক কর্মী তুহিন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি বারাসতে। এর আগে হোটেলের আরও কর্মী লাল্টু মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

Murder in Digha: মধুচক্রের টাকার ভাগ নিয়ে ঝামেলা, দিঘায় খুন হোটেল কর্মী
ঘটনায় শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

দিঘা: দিঘার হোটেলের মধ্যে পিটিয়ে খুনের অভিযোগ হোটেলেরই কর্মীকে। প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য দিঘা মোহনা থানার পুলিশের হাতে। অভিযোগ, হোটেলের মধ্যেই বসত মধুচক্রের আসর। সেখানে টাকার ভাগ নিয়ে বচসার সময়েই ওই হোটেল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। এদিকে থানা থেকে ওই হোটেল কার্যত ঢিল ছোঁড়া দূরত্বে। পুলিশের নাকের ডগায় দিনের পর দিন কীভাবে এ কাজ চলে সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

মৃত হোটেল কর্মী স্বপন দাসের (৫৬) পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই হোটেলের এক কর্মী তুহিন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি বারাসতে। এর আগে হোটেলের আরও কর্মী লাল্টু মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ( খুন)  ও ১২০ (বি)  ষড়যন্ত্র ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। লাল্টু মণ্ডল এখন ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছে। শুক্রবার হোটেল কর্মী তুহিন মুখোপাধ্যায়কে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, যে হোটেলে এই কাণ্ড ঘটেছে সেই হোটেলের মালিক সহ বেশ কয়েকজন কর্মী পলাতক রয়েছেন। দিঘা মোহনা থানার ওসি মৌসুমী সর্দার বলেন, “হোটেলের মধ্যে ওরা একসঙ্গে কাজ করত। নিজেদের মধ্যে ঝামেলা করে এই কাজ করেছে। পুরো ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত দু’জন হোটেল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।”

Next Article