এগরা: মিড-ডে মিলের দুর্নীতির অভিযোগ। প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ। সেল্ফ হেল্প গ্রুপের সুপারভাইজারের ঘরের সামনেই বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ, স্কুলের মিড-ডে মিলের দুর্নীতির করে চলেছেন সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজার ছন্দা মাইতি। ওই মহিলা দীর্ঘদিন ধরে গ্রুপ বাজি এবং গ্রুপের টাকা নয়ছয় করছে। এই অভিযোগে এগরা পুরসভার ১১নং ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় এর সামনে গ্রুপের মহিলারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন। পাশাপাশি সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভে দেখাল গ্রুপের মহিলারা। এক বিক্ষোভকারী মহিলা বলেন, “ছন্দা মাইতির নামে অভিযোগ। মিড ডে মিলের অ্যাকাউন্টের হোল্ডার উনি। টাকা নয়ছয় করে।” অপরদিকে ছন্দা মাইতি বলেন, “সুপারভাইজার হিসাবে কাজ করি। এই নিয়ে আমায় কিন্তু কেউ অভিযোগ করেনি। যার যার টাকা সব পেমেন্ট করে দিয়েছি।”
এর পাশাপাশি বিস্তর অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে। গ্রুপের মহিলাদের অভিযোগ, এই বিষয়ে পুরপ্রধানকে জানালে কোনও কর্ণপাত করতে নারাজ তিনি। এরপরই দীর্ঘ তিন ঘণ্টা ধরে তালা বন্ধ অবস্থায় বিক্ষোভ দেখালেন মহিলারা। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন গ্রুপের সুপারভাইজার।