পূর্ব মেদিনীপুর: মর্মান্তিক পরিণতি চতুর্থ শ্রেণির ছাত্রের। এলাকায় বেআইনিভাবে গজিয়ে ওঠা ভেড়ির বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মৃত্যুর অভিযোগ তুলল পরিবার। বল আনতে গিয়ে কাটা তারে হাত লেগে মৃত্যু হয় শিশুটির। মহিষাদল থানার মলুবসান গ্রামে এই ঘটনায় শোকের ছায়া। নিহতের নাম শুভম রানা।
শুক্রবার বন্ধুদের সঙ্গে খেলছিল শুভম রানা নামে চতুর্থ শ্রেণির ওই ছাত্র। পাশেই জমি। তাতে খেলার বলটি গিয়ে পড়ে। সেই বল আনতে গিয়েই একটি নীল রঙের তারে হাত লেগে যায়। তারের একটি অংশ খোলা ছিল। তাতেই ঘটে যায় সর্বনাশ।
এলাকারই একজন শুভমকে পড়ে থাকতে দেখে। এরপরই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় পাড়ায়। উদ্ধার করে ছোট্ট শুভমকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
শুভমের পরিবারের অভিযোগ, জমির উপর দিয়ে সাধারণ তার ব্যবহার করে ফিশারির জন্য বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। যে কোনও সময়ে বিপদ ঘটতে পারে বলে স্থানীয়রা অভিযোগও করেছিলেন। কিন্তু ফিশারির মালিক কথা শোনেননি বলে অভিযোগ স্থানীয়দের।
মৃত শুভমের আত্মীয় খোকন রানা বলেন, “এটা তো জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফিশারিকে বহুবার বলেছি। করছে করবে বলে তিন বছর কাটিয়ে দিল। ফিশারির মালিক এখন বলছে জানি না। এই যে এত বড় ঘটনা সব লুকিয়ে পড়েছে। কেউ আসেনি।” ঘটনার পর থেকে ওই ফিশারি মালিকের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা, বাবা। মা বারবারই বলে চলেছেন, “ওদের শাস্তি দিলেও তো কেউ আমার সন্তানকে ফেরাতে পারবে না।”