AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Blood donation camp: রক্তদান শিবিরের নামে তোলাবাজি! তৃণমূলের নামে থানায় গেল তৃণমূলই

Nandigram: অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নাম করে টাকা তোলাবাজি করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, "নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের লোগো ব্যবহার করে চাঁদা তোলা হচ্ছিল। আমি জেলা সভাপতি এবং রাজ্য টিএমসিপি-র সভাপতি সঙ্গে কথা বলে নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ করেছি।"

Blood donation camp: রক্তদান শিবিরের নামে তোলাবাজি! তৃণমূলের নামে থানায় গেল তৃণমূলই
তৃণমূলের গোষ্ঠী কোন্দলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2025 | 4:14 PM
Share

নন্দীগ্রাম: রক্তদান শিবিরকেও কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জানা যাচ্ছে, নন্দীগ্রামের ছাত্র নেতা আসিফ ইকবালের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন খোদ টিএমসিপি (TMCP) জেলা সভাপতি। আর তারপরই নন্দীগ্রাম ব্লক নেতৃত্ব বনাম জেলা টিএমসিপি নেতৃত্ব দ্বন্দ্ব প্রকাশ্যে।

আগামী ৯ সেপ্টেম্বর নন্দীগ্রাম ‘সীতানন্দ কলেজ’ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই রক্তদান শিবিরের ব্যানার নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজের সামনে লাগানো হয়েছে। এই ব্যানার লাগানোর পরেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে নন্দীগ্রামের ছাত্রনেতা আসিফ ইকবালের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।

কেন হঠাৎ অভিযোগ জমা পড়ল?

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে-র অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নাম করে টাকা তোলাবাজি করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের লোগো ব্যবহার করে চাঁদা তোলা হচ্ছিল। আমি জেলা সভাপতি এবং রাজ্য টিএমসিপি-র সভাপতি সঙ্গে কথা বলে নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ করেছি।”

অপরদিকে, যেই ছাত্রনেতা আসিফ ইকবালের বিরুদ্ধে অভিযোগ সেই ইকবালের সঙ্গী নন্দীগ্রামের ছাত্র নেতা শেখ বুলেট বলেন, “আমরা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কাছে সাহায্য নিয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মিলে কলেজ গেটের বাইরে প্রতি বছরের মতো এ বছরও রক্তদান শিবির আয়োজন করেছি তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে। উনি কী কারণে অভিযোগ করেছেন সেটা উনি ভাল করে বলতে পারবেন। আমরা স্থানীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেই এই আয়োজন করেছি।”

যদিও, বিষয়টি গোষ্ঠীকোন্দল মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রামে তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজ গভর্নিং বডির সভাপতি আবু তাহের বলেন, “প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে এই কর্মসূচি গ্রহণ করেছে। রক্তদান শিবির কলেজের গেটের বাইরে হচ্ছে কলেজের মধ্যে নয়। জেলা টিএমসিপির সভাপতি রাজনীতিতে পরিপক্ক নয় কারও কথায় এমন অভিযোগ উনি করেছেন।”

যদি ও পুরো বিষয়টিকে কটাক্ষ করেছে গেরুয়া ছাত্র সংগঠন। এবিভিপির (AVBP) ছাত্রনেতা সুজন ভূঁইয়া বলেন, “নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি তোলাবাজি করছে এটা আমরা অনেকদিন থেকেই অভিযোগ করে আসছি। আজ জেলা সভাপতি অভিযোগ করেছেন। তবে এটা ওদের তোলাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সমস্যার জন্য অভিযোগ হয়েছে।”