দিঘা: কাল বাদ পরশু বড়দিন। ছুটির আমেজ শুরু আমবাঙালির। ভ্রমণ পিপাসু বাঙালির ঘুরতে যাওয়ার অন্য়তম জায়গা দিঘা-শঙ্করপুর-তাজপুর। তাই সৈকত নগরীকে আরও সুন্দর করতে ব্যাপক সাজাতে শুরু করেছে প্রশাসন। পর্যটকদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই কারণে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পরিষদ,রামনগর ১ ও ২ পঞ্চায়েত সমিতি,হোটেল অ্যাসোসিয়েশন,হকার অ্যাসোসিয়েশন সহ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বৈঠক হয়।
সত্যজিৎ রায় পার্ক
সামনেই আসছে ২৫ ডিসেম্বর। তার আগেই পর্যটকের ঢল নামতে শুরু করেছে দিঘা,শঙ্করপুর,তাজপুর ,মন্দারমণি,জুনপুট সহ উপকূলীয় এলাকায়। নতুন বছরে দিঘায় পর্যটকদের জন্য নতুন উপহার “সত্যজিৎ রায় পার্ক” গুপিগাইন বাঘা বাইন, থেকে অপু দুর্গা, প্রমোদতরী,নবরূপে অমরাবতী, সহজপাঠ,দাবার ছক সহ নানা কচিকাঁচাদের মনোরঞ্জনের নানা আয়োজন করেছে জেলা প্রশাসন।
পুরীর জগন্নাথ মন্দির
এছাড়াও পর্যটকদের কথা ভেবে নতুন বছরে রাজ্যসরকার ঢালও পদক্ষেপ করেছে। তার মধ্যে ঝাঁ চকচকে রাস্তা,সাউন্ড সিসটেম, ডিজিটাল পরিষেবার আরও উন্নতি। পাশাপাশি পুরির আদলে জগন্নাথ ধাম মন্দিরের নির্মাণ তো রয়েছে।
শুধু তাই নয়, একাধিক সময় অতিরিক্ত ভাড়া-টোটো দৌরাত্ম্য নিয়ে নাজেহাল হতে হয় পর্যটকদের। তাই উন্নয়ন পর্ষদের পক্ষে একটি ‘হোয়াটস অ্যাপ’ নম্বর চালু করা হয়েছে। সেখানে নিজেদের অভাব অভিযোগ জানাতে ৭৫০১২৯৫০০১ হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জমা করতে পারবেন পর্যটকরা। এর পাশাপাশি পুলিশ অ্যাসিস্টেন্ট বুথেরও ব্যবস্থা করা হয়েছে।