Gang Physical Assault: পোশাক বদলাচ্ছিলেন, সেই সময়েই ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
Purbo Medinipur Gang Physical Assault: মুখ চেপে ধরায় তিনি চিৎকারও করতে পারেননি বলে অভিযোগ। পরে গৃহবধূর বড় মেয়ে গোটা বিষয়টি দেখে ফেলে। বড় মেয়ে চিৎকার করায় পাশের বাড়ির লোকজনরা চলে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান বলে গৃহবধূর দাবি।

পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় বাড়িতে ঢুকে ভরসন্ধ্যায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। এই অভিযোগে দুই নাবালককে গ্রেফতার করে হোমে পাঠাল পুলিশ। রাজনৈতিক তরজা শুরু। পাঁশকুড়ার সুন্দরনগর এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ অভিযোগের তির দুই নাবালকের বিরুদ্ধে। গৃহবধূর বয়ান অনুযায়ী, বাড়িতে সন্ধ্যার কাজ সেরে পোশাক পরিবর্তন করছিলেন তিনি। অভিযোগ, ঠিক সেই সময়ই দু’জন ছেলে ঘরে ঢুকে পিছন থেকে মুখ চেপে ধরে। এরপর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
মুখ চেপে ধরায় তিনি চিৎকারও করতে পারেননি বলে অভিযোগ। পরে গৃহবধূর বড় মেয়ে গোটা বিষয়টি দেখে ফেলে। বড় মেয়ে চিৎকার করায় পাশের বাড়ির লোকজনরা চলে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান বলে গৃহবধূর দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। দু’জনই নাবালক। তাঁদের হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগকারী স্বামী দাবী করেন, “তিনি বাড়িতে ছিলেন না। ঠিক সন্ধ্যার সময় তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে দুই নাবালক। এলাকায় দীর্ঘদিন ধরে চলত মদের আসর। সেখান থেকে তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। চরমতম শাস্তি হোক দাবি করেছেন তিনি।”
এই ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, “এলাকা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের। আর এই সব ঘটনার জন্য বিজেপি দায়ী। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন। কিন্তু বিজেপি তা কোনো ভাবে মঞ্জুর করছে না। যদি হত, তা হলে এই ধরণের ঘটনা ঘটত না।”
