AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev Viral Audio: ভাইরাল অডিয়ো বিতর্কে FIR-এর হুঁশিয়ারি দেবের, বললেন ‘অনেক সহ্য করেছি’

Dev Adhikari: শনিবার পাঁশকুড়ায় ভোটের প্রচারে গিয়েছিলেন দেব। সেখানে বক্তব্য রাখার সময়েই ভাইরাল অডিয়ো ইস্যুতে এই মন্তব্য করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, "অনেকটাই সহ্য করেছি। আজ আমরা একটি এফআইআর করছি অডিয়ো ভাইরালের জন্য।"

Dev Viral Audio: ভাইরাল অডিয়ো বিতর্কে FIR-এর হুঁশিয়ারি দেবের, বললেন 'অনেক সহ্য করেছি'
ঘাটালের তৃণমূল সাংসদ দেবImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 7:07 PM

পাঁশকুড়া: ঘাটালের ভোট রয়েছে ২৫ মে। তার আগে ভাইরাল এক অডিয়ো ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকালই ওই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একহাত নিয়েছেন তৃণমূল প্রার্থী দেবকে। যদিও সেই ভাইরাল অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এবার সেই অডিয়ো ক্লিপ ঘিরে পাল্টা হুঁশিয়ারি দিলেন ঘাটালের বিদায়ী সাংসদ। ভাইরাল অডিয়ো ইস্যুতে এফআইআর করার কথা বললেন তৃণমূলের তারকা প্রার্থী।

শনিবার পাঁশকুড়ায় ভোটের প্রচারে গিয়েছিলেন দেব। সেখানে বক্তব্য রাখার সময়েই ভাইরাল অডিয়ো ইস্যুতে এই মন্তব্য করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “অনেকটাই সহ্য করেছি। আজ আমরা একটি এফআইআর করছি অডিয়ো ভাইরালের জন্য। যারা এর সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করা উচিত। শুধু পুলিশ কেন, ইডি-সিবিআই, এফবিআই… বিশ্বজুড়ে যত এজেন্সি আছে, সবাইকে ব্যবহার করুক। তদন্ত করে এদের চিহ্নিত করা হোক। মানুষ জেতার জন্য এতটা নীচে নেমে যাচ্ছে, এতে দেশ পিছিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, গতকালই একটি ভাইরাল অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। হিরণের দাবি, সেখানে এক মহিলার সঙ্গে কথা বলছেন দেব। সেখান মহিলাকে বলতে শোনা যাচ্ছে, ‘দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল… রাম আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিল… এখন না চাকরি দিচ্ছে, না টাকাটা ফেরত দিচ্ছে।’ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

এই বিতর্ক নিয়ে গতকালই অবশ্য মুখ খুলেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। দেবের বক্তব্য ছিল, ‘মহিলার কণ্ঠস্বর এডিট করা হতে পারে। ভোটের মুখে বিজেপি একের পর এক অডিয়ো প্রকাশ্যে আনছেন। যেগুলো ভিত্তিহীন ও মিথ্যা। তদন্তের দাবি জানাচ্ছি।’ অন্যদিকে হিরণের আবার বক্তব্য ছিল, ‘পুরো বিষয়টাই জানতেন দেব। এটা চাকরি বিক্রি করার র‌্যাকেট। এখন সাহস করে মানুষ মুখ খুলছে।’