হলদিয়া: বড় রায় দিল আদালত। স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন। ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা হলদিয়া আদালতের।
সূত্রের খবর, ২০০৭ সালে হলদিয়ার ভবানীপুর থানার চকদ্বীপা গ্রামের দুলাল মাজীর কন্যা লক্ষী দাস মাজীর সঙ্গে হলদিয়া থানার সাউতানচক গ্রামের বিশ্বজিৎ দাসের বিবাহ হয়েছিল। দম্পতির ছিল দু’টি পুত্র সন্তান। বিয়ের চার থেকে পাঁচ বছর পর থেকে বিশ্বজিৎ প্রায়ই নেশা করে বাড়িতে এসে লক্ষ্মীকে অপবাদ দিয়ে মারধর করত বলে অভিযোগ।
এরপর ২০০৯ সালে ১৭ই মে বেলা ১০টার সময় বিশ্বজিৎ দাসের সঙ্গে লক্ষ্মী দাসের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। অভিযোগ, ওইদিন দুপুর দুটো নাগাদ বিশ্বজিত দাস তার স্ত্রী লক্ষীকে তাদের বাড়ির মধ্যে কাটারি দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। বিশ্বজিৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশিরা ধরে ফেলে। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার বিষয়ে লক্ষ্মী দাসের দাদা ভুতুনাথ মাজী থানায় অভিযোগ দায়ের করেন। হলদিয়া থানার পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ ঘটনারস্থল থেকে রক্তমাখা কাটারি, লক্ষীদাসের চারখানা দাঁত বাজেয়াপ্ত করে। এরপর হলদিয়া থানার তদন্তকারী অফিসার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী চার্জশিট জমা দেয়।
এই মামলায় মোট ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। ১৪ ই জানুয়ারি হলদিয়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার বিশ্বজিতকে ৩০২ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করেছে। এরপর আজ সাজা শোনায় কোর্ট।