পূর্ব মেদিনীপুর: সরকার নির্দেশিত কোভিড বিধি পালন হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে অভিযানে নামল দিঘা প্রশাসন। আর তার জেরে দিঘা বাইপাশ থেকে ফিরিয়ে দেওয়া হল কয়েকশো পর্যটককে।
রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় প্রবেশের ক্ষেত্রে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ কিংবা আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে প্রশাসন। বলা হয়েছে, দিঘা আসার ৪৮ ঘণ্টা আগে করা করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে পর্যটকদের। এই দুই শর্ত না মানায় এদিন সন্ধের পর বহু পর্যটকেরই এন্ট্রি মিলল না দিঘায়। সমুদ্রের এত কাছে এসেও গা ভেজানোর সুযোগ না পেয়ে ফিরে যেতে হল শয় শয় পর্যটককে।
এদিন পুলিশি বাধার মুখে বহু পর্যটক অবশ্য দাবি করেছেন, তাঁদের কাছে সঠিক বার্তা ছিল না। তাই চলে এসেছেন। আবার অনেক পর্যটক বলছেন, হোটেলে বুকিং নিয়েছে কিন্তু সঠিক তথ্য দেয়নি তাঁদের। ফলে হয়রানির শিকার হলেন। বাড়ি থেকে বেড়াতে বেরিয়ে ২০০-৩০০ কিলোমিটার চলে এসে ফের ফিরে যেতে হচ্ছে বাড়ি। বন্ধু ও পরিবার নিয়ে এতদূর এসে স্রেফ দুর্ভোগ পোয়াতে হল। যদিও প্রশাসনের তরফে কড়া অবস্থান নেওয়া হয়েছে।
ব্লক অধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, “পর্যটকদের হেনস্থা বা হয়রানি দেওয়া তো কোনওভাবে আমাদের লক্ষ্য নয়। ওঁরা আমাদের অতিথি। কিন্তু সরকারি নির্দেশিকা পালনও নাগরিকদের কর্তব্য। আমাদের কাছে বা জেলায় সেই পরিকাঠামো নেই যে একসঙ্গে এত হাজার মানুষের অ্যান্টিজেন, আরটিপিসিআর টেস্ট করে দেব। বা ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারব। তাই এই পন্থা।”
প্রশাসনের তরফে তাই আগামী দিনের ভ্রমনার্থীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন সরকারি নির্দেশিকা মেনে প্রিয় সৈকত ছুটি কাটাতে আসেন। একমাত্র তবেই স্বাগত জানাবে দিঘা। আরও পড়ুন: একই শহরে পর্যটকদের জন্য দু’রকম নির্দেশিকা! বিভ্রান্তি প্রশাসনের অন্দরেও