Suvendu Adhikari: ‘কোন জোঁকে টাটা-র নুন আর কোনটায় দাদনপাত্র বাড়ের নুন দিতে হয় আমিও জানি’
Suvendu Adhikari: বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূলী গুন্ডারা। কাঁথি থানার পুলিশ পুলিশ ৭২ ঘন্টা কাটলে কোনো পদক্ষেপ না নেওয়া তে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কাঁথি : ভদ্র থাকুন,গণতান্ত্রিক পদ্ধতি রাজনীতি করুন। কাঁথির পরিবেশ যারা কলুষিত করছে তাদের কি ভাবে টাইট দিতে হয় তা জানা আছে। এই ভাষাতেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথিতে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে, এমন অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘কোন জোঁকের মুখে কোন নুন দিতে হবে তা আমার জানা আছে। কোনটায় টাটা নুন আর কোনটায় দাদনপাত্র বাড়ের নুন, কখন কী ভাবে দিতে হবে, তা খুব ভাল করে জানা আছে।’ শনিবার কাঁথি পুর এলাকার দু নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি কর্মী রুপম মাইতির বাড়িতে গিয়ে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক। সেখানে গিয়ে একাধিক অভিযোগ জানান শুভেন্দু অধিকারী।
এ দিন তিনি অভিযোগে জানান, সাম্প্রতিক কাঁথির পরিবেশ নিয়ে একাধিকবার বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডারা। কাঁথি থানার পুলিশ পুলিশ ৭২ ঘন্টা কাটলেও কেন কোনও পদক্ষেপ করল না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, বাংলায় এখন তৃণমূলের সঙ্গে পুলিশ ছাড়া আর কেউ নেই। পুলিশ এ রাজ্যে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। পাশাপাশি কাঁথিতে পুলিশ বাড়ি বাড়ি ঘুরছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, এই সব করে কোনও লাভ নেই। মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে।
এ দিন কাঁথি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহত বিজেপি কর্মী রুপম মাইতির বাড়িতে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আহত বিজেপি কর্মী রুপম মাইতি ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। আগামিদিনে বিজেপি কর্মী ও পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন : KMC Atin Ghosh: অর্থসঙ্কট মেটাতে এগিয়ে আসুক শিল্পপতিরা, আহ্বান ডেপুটি মেয়র অতীন ঘোষের