আবারও দিঘা মোহোনায় ধরা পড়ল পেল্লাই আকৃতির ভোলা। বহুমূল্য বান তেলিয়া ভোলার দেখা মিলছে শনিবার। একটি ট্রলার থেকে এই তেলিয়া ভোলা উঠেছে। মাছগুলিকে নিয়ে যাওয়া হয়েছে মাছের আড়তে।
বছরের শুরুতেই কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা। পূর্ব ভারতের সর্ব বৃহত্তম মৎস্য নীলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনায় কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল। যার সংখ্যা ১২১। গড় ওজন ১৭-১৮ কেজি। বাজার মূল্য কয়েক কোটি টাকা।
দিঘা মোহনার বিসিবি কাঁটায় এখন নিলামের প্রস্তুতি চলছে। তবে মৎস্যজীবীদের দাবি এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। এবং জীবনদায়ী ওষুধের জন্য এই মাছের পটকা ব্যবহৃত হয়। তাই এই মাছ বিদেশে রফতানি করা হয়।
মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউৎ বলেন, "২০২২ এর এই প্রথম একসঙ্গে একটি ট্রলারে ১২১টি তেলিয়া ভোলা দেখতে পাওয়া গেছে। দীঘা মোহনায় ভাগ্যক্রমে একজনের ট্রলারে একসঙ্গে ১২১ টি তেলিয়া ভোলা লেগেছে তাতে আমরা খুব খুশি। যার দাম বেশ কয়েক কোটি হবে বলে মনে করা যাচ্ছে।"