Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Shivratri 2025: মাটি নাকি পাথর কোন শিব লিঙ্গের পুজো করলে পূরণ হবে মনের সুপ্ত বাসনা?

Maha Shivratri 2025: কেউ কেউ মন্দিরে গিয়ে কোনও প্রতিষ্ঠীত শিবলিঙ্গে পুজো দিয়ে আসেন। কেউ আবার বাড়িতেই সেরে নেন পুজো। আবার কেউ মাটির শিব লিঙ্গ নির্মাণ করে, তাতে প্রান প্রতিষ্ঠা করে আরাধনা করেন। কিন্তু কোন শিবলিঙ্গে পুজো দেওয়া সবচেয়ে বেশি কার্যকর?

| Updated on: Feb 25, 2025 | 2:47 PM
শাস্ত্র মতে বছরে ১২টি শিবরাত্রি পালন করা হয়। তবে তার মধ্যে মহা শিবরাত্রি একটি। সেটি হল এই ফাল্গুন  মাসের শিবরাত্রি। কথিত এই দিন মিলন হয়েছিল শিব এবং শক্তির। বিয়ে হয়েছিল হর-পার্বতীর। বিশ্বাস, দিন ভক্তভরে মহাদেবের ব্রত পালন করে চার প্রহরে মহাদেবের মাথায় জল ঢাললে, তাঁর মনবাসনা পূর্ণ করেন মহাদেব।

শাস্ত্র মতে বছরে ১২টি শিবরাত্রি পালন করা হয়। তবে তার মধ্যে মহা শিবরাত্রি একটি। সেটি হল এই ফাল্গুন মাসের শিবরাত্রি। কথিত এই দিন মিলন হয়েছিল শিব এবং শক্তির। বিয়ে হয়েছিল হর-পার্বতীর। বিশ্বাস, দিন ভক্তভরে মহাদেবের ব্রত পালন করে চার প্রহরে মহাদেবের মাথায় জল ঢাললে, তাঁর মনবাসনা পূর্ণ করেন মহাদেব।

1 / 8
কেউ কেউ মন্দিরে গিয়ে কোনও প্রতিষ্ঠীত শিবলিঙ্গে পুজো দিয়ে আসেন। কেউ আবার বাড়িতেই সেরে নেন পুজো। আবার কেউ মাটির শিব লিঙ্গ নির্মাণ করে, তাতে প্রান প্রতিষ্ঠা করে আরাধনা করেন। কিন্তু কোন শিবলিঙ্গে পুজো দেওয়া সবচেয়ে বেশি কার্যকর? কী বলছেন পণ্ডিতরা?

কেউ কেউ মন্দিরে গিয়ে কোনও প্রতিষ্ঠীত শিবলিঙ্গে পুজো দিয়ে আসেন। কেউ আবার বাড়িতেই সেরে নেন পুজো। আবার কেউ মাটির শিব লিঙ্গ নির্মাণ করে, তাতে প্রান প্রতিষ্ঠা করে আরাধনা করেন। কিন্তু কোন শিবলিঙ্গে পুজো দেওয়া সবচেয়ে বেশি কার্যকর? কী বলছেন পণ্ডিতরা?

2 / 8
শিব পুরাণ অনুসারে পার্থিব শিবলিঙ্গ অর্থাৎ, মাটির শিবলিঙ্গ বানিয়ে তাঁকে পুজো করতে পারেন। বিশেষ করে যদি কোনও বিশেষ উদ্দেশ্য সফল করতে চান তাহলে এই পার্থিব শিবলিঙ্গে পুজো করতে পারেন। বিশ্বাস এতে মোক্ষ লাভ করা যায়। অন্য সমস্ত লিঙ্গের মধ্যে পার্থিব শিব লিঙ্গকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়।

শিব পুরাণ অনুসারে পার্থিব শিবলিঙ্গ অর্থাৎ, মাটির শিবলিঙ্গ বানিয়ে তাঁকে পুজো করতে পারেন। বিশেষ করে যদি কোনও বিশেষ উদ্দেশ্য সফল করতে চান তাহলে এই পার্থিব শিবলিঙ্গে পুজো করতে পারেন। বিশ্বাস এতে মোক্ষ লাভ করা যায়। অন্য সমস্ত লিঙ্গের মধ্যে পার্থিব শিব লিঙ্গকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়।

3 / 8
সময়ের সঙ্গে সঙ্গে যুগে যুগে বিভিন্ন ধরনের লিঙ্গের গুরুত্ব বেড়েছে। যেমন সত্যযুগে রত্ন, ত্রেতা যুগে স্বর্ণ, দ্বাপর যুগে পারদ তেমনই এই কলিযুগে পার্থিব শিব লিঙ্গের গুরুত্ব সর্বাধিক।

সময়ের সঙ্গে সঙ্গে যুগে যুগে বিভিন্ন ধরনের লিঙ্গের গুরুত্ব বেড়েছে। যেমন সত্যযুগে রত্ন, ত্রেতা যুগে স্বর্ণ, দ্বাপর যুগে পারদ তেমনই এই কলিযুগে পার্থিব শিব লিঙ্গের গুরুত্ব সর্বাধিক।

4 / 8
মনে করা হয় পার্থিব শিব লিঙ্গের পুজো ধন, বৈভব, আয়ু ও অর্থ প্রদান করে। এই শিব লিঙ্গের পুজো করলে সিদ্ধিলাভ সম্ভব। যেভাবে খুশি মাটি দিয়ে পার্থিব শিব লিঙ্গ তৈরি করলেই কিন্তু হল না। পার্থিব শিব লিঙ্গ বানানোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কী ভাবে বানাবেন? দেখে নিন।

মনে করা হয় পার্থিব শিব লিঙ্গের পুজো ধন, বৈভব, আয়ু ও অর্থ প্রদান করে। এই শিব লিঙ্গের পুজো করলে সিদ্ধিলাভ সম্ভব। যেভাবে খুশি মাটি দিয়ে পার্থিব শিব লিঙ্গ তৈরি করলেই কিন্তু হল না। পার্থিব শিব লিঙ্গ বানানোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কী ভাবে বানাবেন? দেখে নিন।

5 / 8
শিব পুরাণ অনুযায়ী কোনও নদী, পুকুরের ধারে, পর্বত বা জঙ্গলে, শিবালয়ে বা অন্য কোনও পবিত্র স্থানে পার্থিব লিঙ্গের পুজো করা উচিত। পবিত্র স্থানের মাটি দিয়েই শিবলিঙ্গ নির্মাণ করা উচিত। পুরাণ অনুযায়ী ব্রাহ্মণদের সাদা মাটি, ক্ষত্রিয়দের লাল মাটি, বৈশ্যদের হলুদ মাটি এবং শূদ্রদের কালো মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করা উচিত। পবিত্র স্থানের মাটিতে গঙ্গাজল ছিটিয়ে তারপর সেই মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে হবে।

শিব পুরাণ অনুযায়ী কোনও নদী, পুকুরের ধারে, পর্বত বা জঙ্গলে, শিবালয়ে বা অন্য কোনও পবিত্র স্থানে পার্থিব লিঙ্গের পুজো করা উচিত। পবিত্র স্থানের মাটি দিয়েই শিবলিঙ্গ নির্মাণ করা উচিত। পুরাণ অনুযায়ী ব্রাহ্মণদের সাদা মাটি, ক্ষত্রিয়দের লাল মাটি, বৈশ্যদের হলুদ মাটি এবং শূদ্রদের কালো মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করা উচিত। পবিত্র স্থানের মাটিতে গঙ্গাজল ছিটিয়ে তারপর সেই মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করতে হবে।

6 / 8
রাতের বেলা উত্তর দিকে মুখ করে সমস্ত দেবকার্য করা উচিত। যেখানে শিবলিঙ্গ স্থাপিত, সেই স্থানের পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে বসবেন না। কারণ পূর্ব দিক শিবের সামনে পড়ে, ইষ্টদেবের মুখোমুখি হতে নেই। উত্তর দিকে শক্তি স্বরূপা উমা বিরাজমান। আবার পশ্চিম দিকে শিবের পিঠের অংশ, পিছন দিক দিয়ে পুজো করতে নেই। তাই দক্ষিণ দিকে উত্তরাভিমুখ হয়ে পুজোয় বসতে হবে।

রাতের বেলা উত্তর দিকে মুখ করে সমস্ত দেবকার্য করা উচিত। যেখানে শিবলিঙ্গ স্থাপিত, সেই স্থানের পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে বসবেন না। কারণ পূর্ব দিক শিবের সামনে পড়ে, ইষ্টদেবের মুখোমুখি হতে নেই। উত্তর দিকে শক্তি স্বরূপা উমা বিরাজমান। আবার পশ্চিম দিকে শিবের পিঠের অংশ, পিছন দিক দিয়ে পুজো করতে নেই। তাই দক্ষিণ দিকে উত্তরাভিমুখ হয়ে পুজোয় বসতে হবে।

7 / 8
শিব পুরাণে তিন ধরনের শিবলিঙ্গের উল্লেখ করা আছে। উত্তম, মধ্যম ও অধম। চার আঙুল উঁচু বেদী যুক্ত, সুন্দর শিবলিঙ্গকে উত্তম শিবলিঙ্গ বলা হয়। তার থেকে অর্ধেক শিবলিঙ্গকে মধ্যম ও তারও অর্ধেক শিবলিঙ্গকে অধম বলা হয়।

শিব পুরাণে তিন ধরনের শিবলিঙ্গের উল্লেখ করা আছে। উত্তম, মধ্যম ও অধম। চার আঙুল উঁচু বেদী যুক্ত, সুন্দর শিবলিঙ্গকে উত্তম শিবলিঙ্গ বলা হয়। তার থেকে অর্ধেক শিবলিঙ্গকে মধ্যম ও তারও অর্ধেক শিবলিঙ্গকে অধম বলা হয়।

8 / 8
Follow Us: