Tamluk Police Station: তমলুকের আইসি বদল, ‘উপকূল’ থেকে পাঠানো হল ‘পাহাড়ে’

Kanishka Maity | Edited By: Soumya Saha

Jul 17, 2023 | 9:36 PM

Tamluk Police Station: এতদিন তমলুক থানার আইসির দায়িত্বে ছিলেন অরূপ সরকারপ। এবার তাঁকে বদলি করে পাঠানো হল দার্জিলিঙে। তাঁর বদলে তমলুক থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন শান্তনু মণ্ডল।

Tamluk Police Station: তমলুকের আইসি বদল, উপকূল থেকে পাঠানো হল পাহাড়ে
তমলুকের আইসি বদল
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

তমলুক: তমলুকের তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে ব্যাপক মারধর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বদলি হয়ে গেলেন তমলুক থানার আইসি। এতদিন তমলুক থানার আইসির দায়িত্বে ছিলেন অরূপ সরকার। এবার তাঁকে বদলি করে পাঠানো হল দার্জিলিঙে। তাঁর বদলে তমলুক থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন শান্তনু মণ্ডল। জেলা পুলিশ-প্রশাসনের তরফে বিষয়টিকে রুটিন বদলি হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ৯ জুলাই আক্রান্ত হন তমলুকের তৃণমূল নেতা চঞ্চল কুমার খাঁড়া। তিনি তৃণমূলের তমলুক শহর কমিটির সভাপতি। তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল তাঁকে। কুণাল ঘোষ, সৌমেন মহাপাত্রর নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দলও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।

সেদিন হামলার প্রতিবাদে তমলুকে একটি মিছিলও করেছিল তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষদের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন চলেছিল। সরাসরি আইসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানান। ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন পুলিশকে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন তিনি সেদিন। চঞ্চল খাঁড়ার উপর হামলার ঘটনায় পুলিশও সক্রিয় ভূমিকায় ময়দানে নেমেছিল। ১৩ জন গ্রেফতার হয়েছিল। যদিও তাদের মধ্যে ৯ জন জামিন পেয়ে গিয়েছে এবং বাকি ৪ জন পুলিশি হেফাজতে রয়েছে। আর এসবের মধ্যেই তমলুক থানার আইসি বদল ঘিরে গুঞ্জন ছড়িয়েছে ওয়াকিবহাল মহলে। যদিও পুলিশ প্রশাসনের দাবি, পুরোটাই রুটিন বদলি।

Next Article