পূর্ব মেদিনীপুর: খেজুরির টিকাশিতে আবারও হিংসার ভয়াল ছবি। সোমবার তৃণমূল কর্মীর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে ফের রাজনীতির দড়ি টানাটানি শুরু। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই রাতে এই তাণ্ডব চালিয়েছে। খেজুরি টিকাশি এলাকায় তৃণমূল জিতেছে। সেই জয়কে তারা এভাবেই ‘উদযাপন’ করছে বলে দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি, বিজেপি পুরোটাই নাটক করছে। একজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠতেই সকলের নজর ঘোরাতে এখন এই গল্প শোনাচ্ছে।
খেজুরি-১ ব্লকের টিকাশি গ্রামপঞ্চায়েত। সেখানকার ছাতনাবাড়ি গ্রামে সোমবার এক তৃণমূল কর্মীকে গাছে বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে। দগ্ধ ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শাসকদল বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে। পাল্টা বিজেপি তৃণমূলের গোষ্ঠীকোন্দল তত্ত্বকে সামনে দাঁড় করায়।
সোমবার ছাতনাবাড়ি গ্ৰামে আসেন উত্তম বারিক সহ অন্যান্য তৃণমূল নেতারা। বিজেপির অভিযোগ, সেখানে গিয়ে নেতারা গরম গরম কথাবার্তা বলেন। এরইমধ্যে গভীর রাতে ভারতীয় জনতা পার্টির মণ্ডল সাধারণ সম্পাদক গোপাল পালের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খেজুরি থানার পুলিশ। তবে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
স্থানীয় তৃণমূলের লোকজনের দাবি, সোমবার এত বড় ঘটনা ঘটিয়েছে বলে তা থেকে নজর ঘোরানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। খড়ের চালার গোডাউনে মালপত্র সরিয়ে আগুন দিয়ে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ শাসকদলের।