Kanthi: বুধে কমল চাপ, হাইভোল্টেজ কাঁথিতে সভা বাতিল তৃণমূলের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 20, 2022 | 7:20 PM

Purba Medinipur: বিজেপি-র সভার সাধারণ মানুষের সুরক্ষা কথা ভেবে তৃণমূলের সভা স্থগিত রাখায় সিদ্ধান্ত যুব তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ডে জনসভা বন্ধ করে দিল তারা।

Kanthi: বুধে কমল চাপ, হাইভোল্টেজ কাঁথিতে সভা বাতিল তৃণমূলের

Follow Us

কাঁথি: হাইভোল্টেজ কাঁথিতে সভা পিছল তৃণমূলের। বুধে জোড়া সভা তৃণমূল ও বিজেপি-র। তবে সেই সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তৃণমূল। যার জেরে চাপ অনেকটাই কমল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও, তৃণমূলের সভা স্থগিতকে নিয়ে কটাক্ষ গেরুয়া শিবিরের। পাল্টা ঘাসফুল শিবিরের দাবি, মানুষের কথা ভেবেই সবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বিজেপি-র সভার সাধারণ মানুষের সুরক্ষা কথা ভেবে তৃণমূলের সভা স্থগিত রাখায় সিদ্ধান্ত যুব তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ডে জনসভা বন্ধ করে দিল তারা। এ দিকে, আগে ভাগেই ২১ শে ডিসেম্বর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যাণ্ডে যুব তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়। বিজেপি সভায় অনুমতি চেয়ে আদালতে দারস্থ হন। আদালত নিয়ম মেনেই সভা করার জন্য অনুমতি দেন। এরপর যুব তৃণমূল কংগ্রেসের এই সভা বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেয় নেতৃত্বরা। আর তাতেই গুঞ্জন জোর কদমে।

বিজেপির সভা নিয়ে পাল্টা কটাক্ষ করে দিয়েছে যুব তৃণমূলে সভাপতি। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “আমরা কাঁথিতে সভা করার জন্য আগে থেকেই পুলিশের কাছে অনুমতি নিয়েছিলাম। হাইকোর্ট ওদের যেহেতু সভা করার জন্য অনুমতি দিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা কথা ভেবে আমরা সভা ওইদিন স্থগিত রাখলাম। আগামিকাল জানানো হবে কবে সভা হবে।”।

অপরদিকে, কাঁথি সংগঠনিক জেলায় বিজেপির সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, “গত কয়েকদিন আগে তৃণমূল কম্পানির মালিক কাঁথিতে সভা করতে এসেছিলেন। কাঁথি কলেজ মাঠে এক ঝুঁড়ি লোক নিয়ে সভা করেছিলেন। আমাদের সভার প্রস্তুতি দেখেই ভয় পেয়ে বন্ধ করেছে ওরা।”

উল্লেখ্য, বুধবার বিজেপির হাইভোল্টেজ জনসভা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও। কাঁথি শহরের রেলস্টেশন সংলগ্ন মাঠে জনসভা হবে। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। একই দিনে সভা করার কথা ছিল তৃণমূলের। ইতিমধ্যে ঘাসফুল শিবির তাদের জনসভা বন্ধ করে দিয়েছে।

এদিকে, বিজেপি সভাকে ঘিরে সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি কর্মী সমর্থকরা প্রচার অভিযান চালাচ্ছেন। পূর্ব মেদিনীপুরে জেলার বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে প্রচার চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। মঙ্গলবার দুপুরে কাঁথি রেল স্টেশনে বিজেপির সভা মঞ্চ হাজির হয় বিজেপি জেলা নেতৃত্বরা। সভায় প্রস্তুতি খতিয়ে দেখেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত ও সহ সভাপতি অসীম মিশ্র সহ বিজেপি নেতৃত্বরা।

Next Article