Villagers Protest: সরকারি লাইসেন্স মেলায় গ্রামে বেড়েছে মদের দোকান, মদ্যপদের দাপাদাপিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 02, 2022 | 1:18 PM

Kanthi: প্রায় প্রতিদিনই বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসে। বেড়েছে নারী নির্যাতন।

Villagers Protest: সরকারি লাইসেন্স মেলায় গ্রামে বেড়েছে মদের দোকান, মদ্যপদের দাপাদাপিতে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
মদের দোকান বন্ধের দাবিতে পথে মহিলারা (নিজস্ব ছবি)

Follow Us

কাঁথি: সরকার দিচ্ছে ঢালাও মদের লাইসেন্স। সেক্ষেত্রে বাড়ছে মদের দোকান। আর এই মদের দোকান বাড়ার কারণে গ্রামে-গ্রামে বেড়েছে মদ্যপদের সংখ্যা। আক্রান্ত হচ্ছেন সাধারণ গ্রামবাসীরা। সেই কারণে এবার পথে নামলেন এলাকাবাসী। বিক্ষোভ দেখালেন তারা।

ঘটনাস্থান, কাঁথির রসুলপুর। সেখানেই রাস্তা অবরোধ করলেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, সরকার মদের ঢালাও লাইসেন্স দিয়েছে। যার কারণে বেড়েছে মদ্যপদের উপদ্রব। মহিলা পুরুষ নির্বিচারে হেনস্থার ও আক্রান্তের শিকার। বাড়ি ভাঙচুর সহ নানা অভিযোগ গ্রামবাসীদের।

এলাকায় বেলাগাম মদ দোকান। যার জেরে ওই এলাকায় মাতালের সংখ্যা বাড়ছে বলেও অভিযোগ বাসিন্দাদের। এই সমস্থ কারণেই রাজ্য সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। এক এলাকাবাসী বলেন, “এখানে জায়গায়-জায়গায় গজিয়ে উঠেছে মদের দোকান। সরকার অনবরত ছাড় দিচ্ছে লাইসেন্সসে। এবার মদের দোকান বাড়ার কারণে বেড়েছে মদ্যপদের উৎপাত। পাড়ায়-পাড়ায় বাড়ছে অসামাজিক কাজকর্মের সংখ্যা। কখনও বাড়ি ভাঙচুর, কখনও আবার মহিলাদের হেনস্থা। রোজই প্রায় এই ঘটনা ঘটে চলেছে। সেই কারণে প্রায় দু থেকে চারটি গ্রামের মহিলারা এবার পথে নেমেছেন বিক্ষোভ জানাতে। যাতে মদের দোকান বন্ধ করা যায়। পুলিশ যতক্ষণ না পদক্ষেপ করছে ততক্ষণ এই বিক্ষোভ জারি থাকবে।”

পাশাপাশি আরও জানা গিয়েছে, একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও পদক্ষেপ করেনি কাঁথি থানার পুলিশ। তাই ওই এলাকার লোকজন পথ অবরোধ করেছেন। তাঁদের দাবি যতক্ষণ না পুলিশ এই বিষয়ে পদক্ষেপ করছে ততক্ষণ এই অবরোধ চলবে। যদিও পরে পুলিশ পৌঁছায় ওই এলাকায়। তবুও কম হয়নি ক্ষোভের আগুন। প্রায় দু ঘন্টা চলে পথে অবরোধ।

প্রসঙ্গত, এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে মালদায়ও একই ঘটনা প্রকাশ্যে এসেছে। মদের দোকানে লম্বা লাইন। দিনের পর দিন এভাবে কষ্টার্জিত অর্থ শুধুমাত্র নেশায় অতিব্যয়িত হয় দেখে এ বার হাতে লাঠি তুলে নিলেন মহিলারাই। সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে নিজেরাই লাঠি চালিয়ে ভাঙতে শুরু করলেন গ্রামের মহিলারাই।

গ্রামের মহিলাদের অভিযোগ, গ্রামের পুরুষরা যা উপার্জন করেন তার অর্ধেকের বেশি টাকা নষ্ট করেন মদের দোকানে মদ খেয়ে। ফলে, প্রায়ই আর্থিক টানাটানির সম্মুখীন হতে হয়। অভিযোগ, টাকা না দিলে বাড়িতে জোটে অত্যাচার। অন্যদিকে, যুব সমাজও ওই মদের নেশায় আকৃষ্ট হয়ে পড়ছে। শুধু তাই নয়, মদের দোকানের জেরেই এলাকার বাইরের নানা দুষ্কৃতীর আগমন ঘটে। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় তারা নানা অভব্য আচরণ করে। ফলে, ভয়ে সন্ধের পর বাড়ির বাইরে বেরনো কঠিন হয়ে পড়ে মেয়েদের। এই পরিস্থিতিতে, গৃহে ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মঙ্গলবার গ্রামের মহিলারা মিলে লাঠিসোঁটা নিয়ে মদের দোকান ভাঙতে উঠে পড়ে লাগেন।

আরও পড়ুন: Corona situation: করোনার বাড়বাড়ন্তের মাঝে পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ! বিতর্কে বাঁকুড়ার নামী স্কুল

Next Article