পূর্ব মেদিনীপুর: রবিবারই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত ঘোরাঘুরি বন্ধ পর্যটনকেন্দ্রগুলিতে লাগাম টানা হবে সোমবার ৩ জানুয়ারি থেকে। ঘোষণার পরই সৈকত শহর দিঘা, মন্দারমণি, তাজপুর ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পর্যটকরা। রাতের বাসে বেড়েছে ভিড়।
রাজ্যে কোভিডের বাড়বাড়ন্তের জেরে রবিবার একাধিক ক্ষেত্রে বিধিনিষেধের কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্কুল-কলেজ বন্ধ হচ্ছে সোমবার থেকে। সন্ধ্যা ৭টার পর চলবে না লোকাল ট্রেন। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু। অত্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
এদিনে ৩১ ডিসেম্বর-১ জানুয়ারি ঝেঁপে দিঘায় গিয়েছেন পর্যটকরা। অনেকেই রবিবার ফিরেছেন, অনেকের পরিকল্পনা রয়েছে সোমবার ফেরার। অনেকে আবার রবিবার গিয়েছেন দু’দিনের ছুটি কাটাতে। কিন্তু সব প্ল্যান বানচাল করে আপাতত ঘরে ফিরছেন প্রত্যেকে।
রবিবার নবান্নের নির্দেশিকা ঘোষণার পরই দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ছেড়ে গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন দিঘা এবং লাগোয়া সৈকতগুলিতে। রবিবার দুপুরের পরও ভিড়ে জমজমাট ছিল দিঘা। কিন্তু সেই ভিড়ের চেহারা আচমকাই বদলে গেল সন্ধ্যায়। বাড়ির ফেরার জন্য বাস ডিপো, কাউন্টারগুলিতে টিকিট কাটার হিড়িক পড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানান, “সরকারি নির্দেশ মেনে মাস্ক ও সামাজিক দূরত্ব বিধি মানার ক্ষেত্রে আমরা রীতিমতো প্রচার চালাচ্ছি। রবিবার নতুন যে নির্দেশিকা এসেছে, সেটাও আমরা প্রচার করছি পর্যটনকেন্দ্রগুলিতে। ইতিমধ্যে সরকারি নির্দেশ না মানায় আইনি ব্যবস্থা নিয়েছি বহু।”
এদিকে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “হোটেল-রেস্তোরাঁ বন্ধ না থাকলেও পর্যটকদের বাইরে ঘোরাফেরার ক্ষেত্রে যেহেতু রাশ টানা হয়েছে তাই ভ্রমণ কাটছাঁট করে পর্যটকরা বাড়ি ফিরতে শুরু করেছেন। যা পরিস্থিতি সোমবার দুপুরের পর দিঘা পর্যটকশূন্য হয়ে যাবে বলেই মনে হচ্ছে।”
এই বিষয়ে কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রমমোহন হিরানি বলেন, “সরকারি যা নির্দেশ আমাদের জন্য রয়েছে আমরা সেটাই মেনে চলছি। সোমবার থেকে দিঘার সমস্ত বিনোদন পার্ক বন্ধ রাখা হচ্ছে। সৈকতে ঘোরাঘুরিও বন্ধ রাখা হচ্ছে। এ ব্যাপারে প্রচার অভিযান করা শুরু হয়েছে। বার বার সতর্কও করছি।”
রবিবার একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। একইসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। পজিটিভি রেটও বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় এই রেট ১৫.৯৩ শতাংশ। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন।