Khejuri News update: সমবায় ভোটেও উত্তপ্ত খেজুরি, চলল লাগাতার বোমাবাজি
Purba Medinipur: জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি দু'নম্বর ব্লকের জনকা অঞ্চলের গোড়াহার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্রকে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির দাবি, তৃণমূল ক্রমাগত বোমাবাজি করছে এলাকায়। বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

খেজুরি: আবার উত্তপ্ত খেজুরি। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল বোমাবাজির অভিযোগ। উদ্ধার একটি তাজা বোমাও। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যদি সমবায় ভোটের সময় এই হাল হয়, তাহলে বিধানসভা ভোটে কী হবে?
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি দু’নম্বর ব্লকের জনকা অঞ্চলের গোড়াহার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্রকে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির দাবি, তৃণমূল ক্রমাগত বোমাবাজি করছে এলাকায়। বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে বোমা উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার শাসকদল।
খেজুরি দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সমুদ্ভব দাস বলেন, “ওই এলাকায় তো বিজেপির প্রভাব রয়েছে। দুটো ভোটে তো আমরা কাজই করতে পারিনি। ওরাই জোর জুলুম করে আমাদের ভোটারদের গালিগালাজ করে।” খেজুরি ২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি পবিত্র দাস বলেন, “ওরা বোমাবাজি করেছে। সীমান্তগুলোকে বাংলাদেশি মডেল তৈরি করেছে। এখানেও সেটা করতে চাইছে। আজ সকাল থেকে বোমাবাজি করছে।”
