পূর্ব মেদিনীপুর: বিজেপিতে যোগ দিলেন প্রায় ২০০ সংখ্যালঘু পরিবার। শনিবার কাঁথি সাংগঠনিক জেলা পার্টি অফিসে এই যোগদান হয়। অন্যদিকে রামনগরে একটি কিষাণ মোর্চার অনুষ্ঠানে ৫০টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে খবর। নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস ও কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এই রামনগর রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা কেন্দ্র। ফলে এখানে এই যোগদান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এমনও দাবি শোনা যাচ্ছে, তৃণমূল ছেড়েও বিজেপিতে যোগ দিয়েছেন কেউ কেউ। যদিও তা মানতে নারাজ অখিল গিরি। বলেন, তৃণমূল ছেড়ে কোনও পরিবারই যায়নি।
রামনগর-২ ব্লকের কালিন্দী গ্রামপঞ্চায়েতের প্রায় ২০০-র বেশি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করে বলে খবর। অন্যদিকে রামনগরের সিএস ময়দানে বিজেপির কিষাণ মোর্চার সভায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলেও স্থানীয় সূত্রের দাবি।
দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস বলেন, “তৃণমূলের একাধিক দুর্নীতির কারণেই সংখ্যালঘু ভোটারও মুখ ফেরাচ্ছেন। তৃণমূলের উপর রাজ্যের মানুষের আস্থা নেই। এখন শুধু ট্রেলার দেখছেন, ভোটের আগে সিনেমা দেখবেন।” যদিও কারামন্ত্রী অখিল গিরি বলেন, “এসব আষাঢ়ে গল্প। আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম কেউ কোথাও যায়নি।”