Purbo Medinipur: তৃণমূল কর্মীকে ‘মারধরে’ নন্দীগ্রামের ২ বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 09, 2024 | 9:48 AM

Purbo Medinipur: পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে, অভিযুক্তরা রক্তাক্ত অবস্থাতেই দুজনকে ফেলে রেখে পালিয়ে যায়।  রক্তাক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে  নন্দীগ্রামের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান।

Purbo Medinipur: তৃণমূল কর্মীকে মারধরে নন্দীগ্রামের ২ বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল
বিজেপি-র সাসপেন্ডেড কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

 পূর্ব মেদিনীপুর: তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় নন্দীগ্রামের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল। সাসপেন্ড করা হল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মণ্ডল ও গোপাল প্রধানকে। গত ৬ মার্চ, তৃণমূলের কলকাতা বিগ্রেডে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল নন্দীগ্রামে। সভা শেষ করে যখন মহেশপুর থেকে তৃণমূল নেতারা যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের অশোক দাস ও ভরত দাস মাঝরাস্তায় আক্রান্ত হন। রাস্তায় ফেলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে, অভিযুক্তরা রক্তাক্ত অবস্থাতেই দুজনকে ফেলে রেখে পালিয়ে যায়।  রক্তাক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে  নন্দীগ্রামের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান। ঘটনার তৃণমূল ও আক্রান্তদের পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয় কৃষ্ণেন্দু ও গোপালের বিরুদ্ধে।

তবে এক্ষেত্রে দায় ঝেড়ে ফেলেনি বিজেপি। এই ধরনের ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব দুঃখ প্রকাশ করে আহতদের পাশে দাঁড়ায়। বিজেপি এই ধরনের ঘটনার নিন্দা জানায়। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল সাংবাদিকদের বলেন, “এই ধরনের ঘটনায় ভীষণ ভাবে মর্মাহত। আমরা এই রাজনীতি চাই না। তাই কৃষ্ণেন্দু মন্ডল ( রামু) ও গোপাল প্রধানকে অনির্দিষ্টকালের জন্য বিজেপি সাসপেন্ড করা হল।” লোকসভা নির্বাচনের আগে অশান্তির পরিবেশ নয়, শান্তির বাতাবরণে ভোট করার বার্তা দেন তিনি।

Next Article