তমলুক: ব্রিগেডের জনগর্জনের মঞ্চ থেকে সবে ঘোষণা হয়েছে প্রার্থীর নাম। আর সঙ্গে সঙ্গে জেলায় জেলায় প্রতিটি লোকসভা কেন্দ্রজুড়ে ব্য়স্ততা শুরু হয়ে গিয়েছে। সেই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের তমলুকেও। তমলুক থেকে এবার তৃণমূল বাজি রেখেছে তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যের উপর। ব্রিগেডের মঞ্চ থেকে নাম ঘোষণা হতে না হতেই তমলুকে দেবাংশুর নামে শুরু হয়ে গেল তৃণমূলের দেওয়াল লিখন। বঙ্গ রাজনীতির পরিভাষায় অধিকারীদের দুর্গ বলেই পরিচিত এই তমলুক লোকসভা কেন্দ্র। সেই লোকসভা কেন্দ্র থেকেই এবার তৃণমূল বাজি ধরেছে নতুন মুখ দেবাংশুর উপরে।
সম্প্রতি বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতিকে ভোটে প্রার্থী করা হচ্ছে কি না, কিংবা করলেও কোন লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি কিংবা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় কেউই খোলসা করেননি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে তমলুক থেকেই বিজেপি প্রার্থী করতে পারে তাঁকে। শেষ পর্যন্ত যদি এটাই সমীকরণ দাঁড়ায়, তাহলে ভোট রাজনীতিতে নবাগত দেবাংশুর জন্য লড়াই মোটেই খুব একটা সহজ হবে না। যদিও বিপরীতে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দেবাংশু। বলছেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যেই থাকুন বিরুদ্ধে, অসুবিধার কোনও কারণ নেই। দল আমাকে এই সুযোগ দিয়েছে, এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ।’
এদিকে দেবাংশুর নাম ঘোষণা হতেই খুশির হাওয়া তমলুকের তৃণমূল কর্মী-সমর্থকদের মনেও। রবিবার দুপুর ২টোর পর থেকে দেবাংশুর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন এলাকার তৃণমূল কর্মীরা। বিপক্ষে যেই থাকুন না কেন, লড়াই যে কঠিন হবে না, সে বিষয়ে প্রার্থীর মতোই আত্মবিশ্বাসী এলাকার কর্মী-সমর্থকরা।