Nandigram: ৩ বার বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, পঞ্চায়েতের আগে তৃণমূলে নন্দীগ্রামের পদ্ম-নেতা

Kanishka Maity | Edited By: জয়দীপ দাস

Jun 09, 2023 | 11:37 PM

Nandigram: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নন্দীগ্রামে বড় চমক তৃণমূলের। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

Nandigram: ৩ বার বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, পঞ্চায়েতের আগে তৃণমূলে নন্দীগ্রামের পদ্ম-নেতা
তৃণমূলে বিজন দাস

Follow Us

নন্দীগ্রাম: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রণডঙ্কা। এদিকে বিগত কয়েক মাস ধরেই রাজ্যের নানা প্রান্তে লাগাতার চলছে দলবদলের পালা। কখনও শাসকদল থেকে বিরোধী শিবির, আবার কখনও বিরোধী শিবির থেকে শাসকদলে ভিড়তে দেখা যাচ্ছে বহু নেতা কর্মীকে। এরইমধ্যে এবার শুভেন্দু গড় নন্দীগ্রামে বড় হানা ঘাসফুলের। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই শাসকদলে (Trinamool Congress) যোগ দিলেন নন্দীগ্রাম (Nandigram) বিধানসভার তিনবারের বিজেপি (BJP) মনোনীত প্রার্থী বিজন দাস। তিনি বর্তমানে বিজেপির নন্দীগ্রামের বিধানসভা কমিটির সদস্য ও সোনাচূড়া অঞ্চল নির্বাচনী কমিটির অবজার্ভার। তৃণমূলে তাঁর যোগদানে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

বিধানসভা নির্বাচনে তিনবার বিজেপি প্রার্থী হলেও কখনও জেতেননি বিজন দাস। এদিন তৃণমূলে যোগদানের পর তিনি বলেন, “বিজেপির আদি নেতৃত্বরা বর্তমানে আত্মমর্যাদা ছাড়াই দলে থাকছে। অসম্মানের সঙ্গে দলে রয়েছে। সেখানে আত্মসম্মান, মর্যাদ নিয়ে মা-মাটি-মানুষের সঙ্গে আমাদের আদি নেতৃত্বরা কাজ করতে চাইছেন। সে কাজ করতেই আমি তৃণমূলে যোগ দিলাম। কোনও চাপ আমার উপর আসেনি অন্যদিক থেকে। আদি-নব্যের নামে চাপ তো বিজেপির মধ্যে রয়েছে।” 

পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির আদর্শ থেকে কেউ বিচ্যুত হলে যে কেউ ওই জায়গায় যেতে পারে। এর থেকে বেশি আর কী বলব!” এই নিয়ে জেলা তৃণমূল সাংগঠনিক চেয়ারম্যান পীযুষ ভুঁইয়া বলেন, “আমরা নন্দীগ্রামের আদি বিজেপি নেতা বিজন দাসকে সঙ্গে পেয়েছি। তিনি তিনবার আদি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উনি তৃণমূল পরিবারের সদস্য হওয়াতে দল নন্দীগ্রামে আরও শক্তিশালী হবে। দলের আদর্শ মেনে বিজনবাবু কাজ করে দলকে শক্তিশালী করবে বলেই আশা।”

Next Article