Panchayet Election: নন্দীগ্রামে বিরোধীদের জাতিগত শংসাপত্র তুলতে সমস্যা? অভিযোগ উঠল সর্বদলীয় বৈঠকেও

Kanishka Maity | Edited By: Soumya Saha

Jun 10, 2023 | 12:00 AM

Nandigram: বিরোধীদের অভিযোগ, জাতিগত শংসাপত্র পেতে সমস্যা হচ্ছে। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের বলেই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

Panchayet Election: নন্দীগ্রামে বিরোধীদের জাতিগত শংসাপত্র তুলতে সমস্যা? অভিযোগ উঠল সর্বদলীয় বৈঠকেও
কী অভিযোগ তুলছে বিরোধীরা?

Follow Us

পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েতের (Panchayet Elections 2023) দামামা বেজে গিয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নের পালা। কিন্তু সেখানেও বেশ কিছু ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। নির্বাচন ঘোষণা হতেই শুক্রবার পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) জেলাশাসকের দফতরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই কার্যত ক্ষোভ উগরে দেয় বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, জাতিগত শংসাপত্র পেতে সমস্যা হচ্ছে। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের বলেই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। কিন্তু কেন এই সমস্যা? কারণ খুঁজতে গিয়ে যে তত্ত্বটি উঠে আসছে তা হল, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, তাই এখন গ্রাম পঞ্চায়েতে প্রধানরা আর পদে থাকবে না। তাই জাতিগত শংসাপত্র কে দেবে? তা নিয়ে ধন্দের মধ্যে পড়েছেন সিপিএম ও বিজেপির নেতারা। মূলত নন্দীগ্রাম-১ ব্লকে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের।

যদিও তৃণমূল শিবিরের দাবি, বিরোধীরা যে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের বক্তব্য, ‘যা সমস্যা হচ্ছে, ওঁরা বলুন। আমরা দাঁড়িয়ে থেকে সমাধান করে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবাইকে মনোনয়ন করতে দিতে হবে। আমরাও তাই ওঁদের সাহায্য করব।’ এদিকে জাতিগত শংসাপত্র নিয়ে যে সমস্যার অভিযোগ বিরোধীরা করছে, সেই বিষয়ে তৃণমূলের বক্তব্য, এলাকার বিডিও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্তও জানিয়েছেন, আজকের সর্বদলীয় বৈঠকে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিডিও আশ্বস্ত করে জানাচ্ছেন, যাঁদের সমস্যা হচ্ছে, তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হবে। তবে একইসঙ্গে বিডিওর প্রশ্ন, এতদিন তাঁরা কেন এই জাতিগত শংসাপত্র তোলেননি? বিডিও-র আশ্বাস, ‘চিন্তার কোনও কারণ নেই। যে যে রাজনৈতিক দল এই ধরনের সমস্যার মুখে পড়বে, তাঁদের জন্য ব্যবস্থা করে দেওযা হবে।’

এদিনের সর্বদলীয় বৈঠকের পর জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘আমরা সমস্ত রাজনৈতিক দলের হাতে ভোট প্রক্রিয়ার সমস্ত কাগজপত্র তুলে দিয়েছি। নন্দীগ্রামে শুরুতে একটু সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়। প্রথম দিন বেশকিছু জায়গায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনোনয়ন জমা করেছেন। শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতার আবেদন জানিয়েছি।’

Next Article