AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun Chakrabarty: ‘এদের মিথ্যা রাশি, দুর্নীতি লগ্নে জন্ম’, ভোটপ্রচারে মিঠুন একেবারে অ্যাটাকিং মোডে

Mithun Chakrabarty: এদিন ১০০ দিনের কাজের টাকা নিয়েও বলেন মিঠুন। তাঁর কথায়, এ টাকা বিজেপি আটকাতে যাবে কেন? টাকা তো মানুষের। তাঁর ব্যাখ্যা, সিএজি (CAG) সমস্ত রাজ্যের হিসাব দেখে। হিসাব ঠিক হলে তারা লিখে দেয়, কোন রাজ্যে কত টাকা দিতে হবে।

Mithun Chakrabarty: 'এদের মিথ্যা রাশি, দুর্নীতি লগ্নে জন্ম', ভোটপ্রচারে মিঠুন একেবারে অ্যাটাকিং মোডে
তমলুকে মিঠুন চক্রবর্তী। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2024 | 7:06 PM
Share

পূর্ব মেদিনীপুর: তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে মিঠুন চক্রবর্তী। আর সেই প্রচারমঞ্চ থেকে সিএএ নিয়ে তৃণমূলকে বিঁধলেন তিনি। মিঠুন বলেন, তিনি বিরোধীদের প্রচারে শুধু সিএএ বিরোধিতার কথাই শুনছেন। তিনি বলেন, “এদের মিথ্যে লগ্নে জন্ম, আর দুর্নীতি রাশি। সকাল থেকে সন্ধ্যা খালি মিথ্যা কথা বলে এরা। আরে সিএএ তো নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। এটা সকলের জন্য।”

সিএএ বলবৎ হওয়ার পর থেকেই তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বারবারই জানিয়েছে, সিএএকে তারা মানবে না। ভোটপ্রচারে গিয়েও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, “বাংলায় আমি এনআরসি করতে দেবো না, ক্যা (CAA) করতে দেবো না।” তমলুকের সভা থেকে মিঠুন এদিন বলেন, “আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, বিজেপি এলে সকলে নাগরিকত্ব পাবেন। এটা যদি আমি ভুল বলে থাকি এখানে এসে সকলে থুতু ফেলবেন আমি সেই থুতু চাটব। কারও ক্ষমতা নেই আপনার কাছে আসল আধার কার্ড থাকলে দেশ থেকে বার করে দেবে।”

এদিন ১০০ দিনের কাজের টাকা নিয়েও বলেন মিঠুন। তাঁর কথায়, এ টাকা বিজেপি আটকাতে যাবে কেন? টাকা তো মানুষের। তাঁর ব্যাখ্যা, সিএজি (CAG) সমস্ত রাজ্যের হিসাব দেখে। হিসাব ঠিক হলে তারা লিখে দেয়, কোন রাজ্যে কত টাকা দিতে হবে।

মিঠুন আরও বলেন, “পশ্চিমবঙ্গের হিসাব দেখে সিএজি বা ক্যাগ লিখেছে এদের হিসাব মিলছে না। এদের টাকা এখন স্থগিত রাখা হোক। এর সঙ্গে বিজেপির কী সম্পর্ক? ক্য়াগ লিখে দিক, কালকেই টাকা পেয়ে যাবে। আর উনি একটা প্রেস মিট করে বলুন না, ১০০ দিনের হিসাব দিয়ে দেওয়ার পরও টাকা দিচ্ছে না। ওনারা হিসাব দেবেন না, টাকার কথা বলেন।”