Madan Mitra: ‘দল যদি দায়িত্ব দেয়…’ নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের, গুরুত্ব দিলেন না বিরোধী দলনেতা

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 24, 2023 | 10:35 AM

Madan Mitra: রবিবার নন্দীগ্রাম বাজারের জানকীনাথ মন্দিরের সামনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মদন। আর এদিনই নন্দীগ্রামের বয়ালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী।

Madan Mitra: দল যদি দায়িত্ব দেয়... নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের,  গুরুত্ব দিলেন না বিরোধী দলনেতা
শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের

Follow Us

নন্দীগ্রাম:

নন্দীগ্রামের দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মদন মিত্র। দল দায়িত্ব দিলে শুভেন্দুর সঙ্গে সরাসরি লড়াই করবেন বলে দাবি মদনের। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘কবে লড়তে চান, কোথায় লড়তে চান, দিন আর সময়টা বলুন। দল যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে আমি দাঁড়িয়ে থেকে লড়াই দেব।’ শুভেন্দুকে ‘প্রাক্তন বিরোধী দলনেতা’ করার কথাও বলেছেন মদন। রবিবার নন্দীগ্রামে গিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ‘আমি নন্দীগ্রাম থেকে মাটি নিয়ে যাব। আমি কন্টেনার আনতে পাঠিয়েছি। কারণ এর আগে পশ্চিমবঙ্গে একমাত্র মুর্শিদাবাদ ছিল, যেখানে কয়েকজনের বেইমানের জন্যই ভারতবর্ষ ২০০ বছর পরাধীন ছিল।’ এভাবেই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুভেন্দু অধিকারী যতদিন না প্রাক্তন বিরোধী দলনেতা হচ্ছেন, ততদিন নন্দীগ্রামের মাটি দিয়ে মাথায় তিলক এঁকে বেরবেন বলেও দাবি করেছেন তিনি।

রবিবার নন্দীগ্রাম বাজারের জানকীনাথ মন্দিরের সামনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মদন। আর এদিনই নন্দীগ্রামের বয়ালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। তবে মদনের কথায়, কোনও গুরুত্বই দিতে চাননি নন্দীগ্রামের বিধায়ক। নারদা-কাণ্ডে নাম জড়ানো সত্ত্বেও শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন চিঠি গেল না, সে প্রশ্নও তুলেছেন মদন। মদনের দাবি, জীবন সাহার মোবাইলে দুর্নীতিকারীদের যে যাদের নাম ছিল তার প্রথম সারিতেই নাম ছিল শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের বিধায়ককে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুখ্যন্ত্রীই গদিচ্যুত হতে পারেন, তাই মদন নিয়ে আলাদা করে মন্তব্য তিনি করতে চান না।

ডিএ আন্দোলন নিয়েও এদিন মুখ খুলেছেন তিনি। মদন মিত্র বলেন, আমরা সিপিএমের আমলে বহু আন্দোলন নিয়ে বিচার চেয়েছি। কখনও রাইটার্স থেকে ডাক পাইনি। কিন্তু আন্দোলনকারীদের নবান্ন ডেকেছে। কেন্দ্রে কত টাকা ডিএ বাকি আছে তার হিসেব দেওয়ার কথাও বলেছেন মদন।

কালিয়াগঞ্জ প্রসঙ্গে কামারহাটির বিধায়ক বলেন, যে ঘটনা ঘটেছে, খুবই দুঃখের ও নিন্দার। প্রশাসন তদন্ত করছে, প্রকৃত দোষী ধরা পড়বে। পশ্চিমবঙ্গে যে ভালো কাজ হচ্ছে তার প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

Next Article