কোলাঘাট: রবিবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শঙ্করখালি গ্রামে বেলার দিকে কুশধজ সামন্ত নামে এক ব্যক্তির চা দোকানে সীমান্ত পাল নামে এক যুবক চা খাওয়ার জন্য যান। এর পর দোকানদারের সঙ্গে ওই যুবক পূর্ব পরিচিত হওয়ায় দু এক কথাবার্তা হতে না হতেই হাতাহাতি শুরু হয়। এর মধ্যে সেই কারণবশত বচসার মধ্যে ঐ সীমান্ত পাল নামে ঐ যুবক চা দোকানদার কুশধজ সামন্তের বুকে ছুরি বা চাকু চালিয়ে দেয় বলে অভিযোগ। এই আক্রমণের সঙ্গে সঙ্গেই ওই দোকানদার মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্তে অবস্থায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। তবে চিকিৎসকরা তাঁকে সেখানে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সংকরখালি গ্রামের ওই অভিযুক্ত যুবকের বাড়ি ঘিরে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতির সামাল দেয় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয় তারা। এবং ধৃত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এখন এলাকা থমথমে রয়েছে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান সেক সেরাজুল বলেন, “স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত যুবক সীমন্ত পালের মানসিক সমস্যা রয়েছে এবং এলাকায় অবৈধ মদের দোকান গজিয়ে উঠেছে ব্যাপকভাবে আর সেই সমস্ত দোকান থেকে যুবকরা মদ্যপান করে। এর জেরে তাঁরা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছেন। তাই তাদের অভিযোগ অবিলম্বে এই সমস্ত অবৈধ মদের দোকান এলাকা থেকে তোলার দাবি জানান তিনি।”