Makar Sankranti: পুলিশের কড়া প্রহরার মধ্যেই হল মকর সংক্রান্তির পুণ্যস্নান! রইল ছবি…

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 14, 2022 | 7:47 PM

Digha: তবে কিছু-কিছু জায়গায় ছিল জনগণের সচেতনতার অভাব।

1 / 5
মকর সংক্রান্তি দিনে পূণ্যস্নান। আগে গঙ্গাসাগরে না গিয়েও রূপনারায়ণ নদীর পাড়ে একাধিক ঘাট যেমন কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট,তমলুকের স্টিমার ঘাট,  কুকরাহাটি, গেওখালী, হলদিয়ার ঝিকুড়খালি কিংবা দিঘা, সৌলা, জুনপুট, শংকরপুর সর্বত্রই সমুদ্র স্নান চলত।

মকর সংক্রান্তি দিনে পূণ্যস্নান। আগে গঙ্গাসাগরে না গিয়েও রূপনারায়ণ নদীর পাড়ে একাধিক ঘাট যেমন কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট,তমলুকের স্টিমার ঘাট, কুকরাহাটি, গেওখালী, হলদিয়ার ঝিকুড়খালি কিংবা দিঘা, সৌলা, জুনপুট, শংকরপুর সর্বত্রই সমুদ্র স্নান চলত।

2 / 5
কিন্তু বতর্মানে রাজ্যের সঙ্গে জেলায়ও ওমিক্রনের বাড়-বাড়ন্ত। সেই কারণে রীতিমত চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরকে। তাই জেলার সর্বত্র মেলা হচ্ছে না। কিন্তু ধর্মীয় পুজো অর্চনা রীতি মেনেই হচ্ছে।

কিন্তু বতর্মানে রাজ্যের সঙ্গে জেলায়ও ওমিক্রনের বাড়-বাড়ন্ত। সেই কারণে রীতিমত চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দফতরকে। তাই জেলার সর্বত্র মেলা হচ্ছে না। কিন্তু ধর্মীয় পুজো অর্চনা রীতি মেনেই হচ্ছে।

3 / 5
শুক্রবার পুণ্যস্নানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের কড়া নজর ছিল নদী ও সমুদ্রে। তারমধ্যে দিঘায় সমুদ্র স্নানে কড়াভাবে নজর ছিল পুলিশের।

শুক্রবার পুণ্যস্নানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের কড়া নজর ছিল নদী ও সমুদ্রে। তারমধ্যে দিঘায় সমুদ্র স্নানে কড়াভাবে নজর ছিল পুলিশের।

4 / 5
একাধিক জায়গায় চলেছিল মাইকিং।

একাধিক জায়গায় চলেছিল মাইকিং।

5 / 5
কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে পুলিশ কোভিড বিধি মেনেই নদীতে নামতে দেয় পুণ্যার্থী দের। তবে ভিন্ন ছবি দেখা গেছে হলদিয়ার ঝিকুড় খালীতে। নেই সেই ভাবে পুলিশি নজর আর মানুষের মধ্যেও সচেতনতার অভাব ছিল চোখে পড়ার মত।

কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে পুলিশ কোভিড বিধি মেনেই নদীতে নামতে দেয় পুণ্যার্থী দের। তবে ভিন্ন ছবি দেখা গেছে হলদিয়ার ঝিকুড় খালীতে। নেই সেই ভাবে পুলিশি নজর আর মানুষের মধ্যেও সচেতনতার অভাব ছিল চোখে পড়ার মত।

Next Photo Gallery