AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘায় বেড়াতে যাওয়ার আগে সাবধান হয়ে যান, বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, আপনার তথ্য নাম-পরিচয় চলে যাবে পুলিশের কাছে

Digha: বেশ কিছুদিন আগে জঙ্গি ধরা পড়ার ঘটনা, জেলা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। আর তাই পর্ষদ এবার পর্যটকের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি, যাতে হয়রানি না হয়, সে কথা মাথায় রেখে ব্যবস্থা নিচ্ছে।

Digha: দিঘায় বেড়াতে যাওয়ার আগে সাবধান হয়ে যান, বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, আপনার তথ্য নাম-পরিচয় চলে যাবে পুলিশের কাছে
ফাইল ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 10:37 AM
Share

দিঘা: যতই দিন যাচ্ছে পর্যটকের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। শীত হোক বা বর্ষা সমুদ্র সৈকতে থিকথিক করছে ভিড়। কমদিনের ছুটি বা পকেটে কম টাকা থাকলে পুরী বা দার্জিলিং-এর বদলে দিঘাকে বেছে নেন বহু বাঙালি। এবার সেই দিঘার পর্যটনে এল বেশ কিছু পরিবর্তন। বদলে যাচ্ছেন দিঘার অনেক নিয়ম।

সম্প্রতি দিঘা, তাজপুর, শঙ্করপুরের মতো একাধিক জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। মধুচক্র চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই পরিস্থিতিতে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও পুলিশ নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

বেশ কিছুদিন আগে জঙ্গি ধরা পড়ার ঘটনা, জেলা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। আর তাই পর্ষদ এবার পর্যটকের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি, যাতে হয়রানি না হয়, সে কথা মাথায় রেখে ব্যবস্থা নিচ্ছে। নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে চায় পুলিশ। গত ১ অগস্ট থেকে জেলা পুলিশের ‘অতিথি’ পোর্টালে তাই এসেছে বদল।

‘অতিথি’-র পরিবর্তে চালু করা হয়েছে ‘স্বাগত’ পোর্টাল। দিঘা বেড়াতে গেলে কী কী পরিষেবা মিলবে, কোথায় কতগুলি হোটেলের রুম আছে, কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন- এইসব উল্লেখ করা হয়েছে। মহকুমা শাসক ও উন্নয়ন পর্ষদের আধিকারিক শৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, কেউ দিঘায় বেড়াতে গেলে হোটেলের মাধ্যমে পর্যটকদের সব তথ্য এই পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে। পুলিশ চাইলে সেই তথ্য যাচাই করতে পারবে। কেউ যদি কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ওই তথ্য দেখে সেই ব্যক্তির খোঁজ করতে পারবে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)