Moyna: ‘হাইকোর্ট ও কমিশনের দ্বারস্থ হব’, দাগির তালিকায় নাম থাকাতেই বললেন বিজেপির উপপ্রধান
Moyna Tainted List: বিজেপি নেতা সৌমেন করের বক্তব্য, "যোগ্য যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছিলাম। কাউকে কোনও টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হব।" উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল।

পূর্ব মেদিনীপুর: দাগি তালিকায় ময়নায় বিজেপি উপপ্রধান! চরম বিড়ম্বনায় গেরুয়া শিবির। বিজেপির ময়নার বিধায়ক অশোক দিন্দার এলাকায় দুর্নীতির দাগিদের ছাপ! এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপির উপপ্রধান। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর। অযোগ্যদের তালিকায় নাম রয়েছে ১৪৮৫ নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডমারি ঊষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক।
বিজেপি নেতা সৌমেন করের বক্তব্য, “যোগ্য যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছিলাম। কাউকে কোনও টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হব।” উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল।
ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল বলেন, “২০১৬ সালে উনি চাকরি পেয়েছেন, আর ২০২৩-এ পঞ্চায়েত ভোটে জিতে সৌমেন উপপ্রধান হয়েছে। কেউ দোষ করে থাকলে তিনি অবশ্যই শাস্তি পাবেন।” পাশাপাশি আরও বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা চন্দন। তাঁর দাবি, “এখনও চাকরি বিক্রির দালালরা ময়না এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সামনে পরীক্ষা এর জন্য এই সরকার দায়ী।”
প্রসঙ্গত, গত শনিবারই সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রথমে ১৮০৪ জনের নাম ছিল। পরে মধ্যরাতে দ্বিতীয় তালিকা বার হয়। তাতে বিধায়কের মেয়ে-সহ ২ জনের আরও নাম সংযুক্ত হয়। মোট ১৮০৬ জনের নাম। তালিকায় তৃণমূল নেতানেত্রীদের নামের ছড়াছড়ি। যা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে বিজেপিরও। তাতে অস্বস্তি বাড়ছে।
