ময়না: নদীর বক্ষে পড়েছিল একটি বস্তা। সেই বস্তা দেখেই উৎসুক মানুষের ভিড় ক্রমাগত বাড়ছিল। তারপর কাছে যেতেই সকলে উঠলেন চমকে। এ কী! পড়ে আছে এক মহিলার দেহ। দ্রুত খবর দেওয়া হল পুলিশে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত রায়চক এলাকার চন্ডানদী বক্ষে। সেখানে একটি চটের বস্তা পড়েছিল। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী মতে, ওই বস্তায় এক মহিলার দেহ রয়েছে। সমগ্ৰ ঘটনার খবর ময়না থানায় গেলে। ময়না থানার পুলিশ এসে নদী থেকে দেহ উদ্ধার করছে। দেহ উদ্ধারের পর ময়না তদন্তে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, “আমার বাড়ি শ্রীধরপুর। আমি বাজারে গিয়ে দেখছি হইহই পড়ে গিয়েছে। শুনি নদীর বক্ষে মৃতদেহ পড়ে রয়েছে। সেটা শুনেই দেখতে এলাম। কিন্তু উনি কে? চিনতে পারিনি। আর এই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি। প্রথম ঘটল। তবে বিষয়টি জানার পর খুবই আতঙ্কে আছি। যদি কেউ খুন করে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।”