তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা দুটি সমবায় সমিতির নির্বাচন হয়। একটি হল নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা ও বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং আরেকটি তমলুক ব্লকের শ্রীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে চংরা কালাগন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এই দুটি সমবায় নির্বাচনে দুটিতেই তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা করেছেন।
নন্দকুমার ব্লকের নারকেলদা ও বেঙ্গিমুদিয়া সমিতিতে মোট আসন পঞ্চান্নটি এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই হয় ভোট গণনার পর দেখা যায় তৃণমূল ৪৮ টি আসন পেয়েছে এবং বিজেপি ৭টি আসন পেয়েছে। তমলুক ব্লকে কালাগন্ডা সমবায় সমিতি মোট আসন ৯টি তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬টি এবং বিজেপি পেয়েছে ৩টি।
তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, “এই জয় থেকেই প্রমাণ হয় মানুষ তৃণমূলের সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে ।”
এদিকে বিজেপি নেত্রী অভিযোগ করেন, “এই সমবায় প্রায় ১২ বছর ভোট করা হয়নি অনেকদিন বাদে নির্বাচন হল তৃণমূলের কংগ্রেসের লোকেরা বাইরে থেকে লোক এনে সন্ত্রাস চালিয়েছে। তারপরেও আমরা ৭টি আসনে জিতেছি, এটা আমাদের বড় পাওনা।”