Nandigram: নন্দীগ্রামে BJP জয় পেতেই ‘বড় ধাক্কা’ নেমে এল তৃণমূলে
Nandigram: বিজেপির কাছে সমবায় নির্বাচনে পরাস্ত হল রাজ্যের শাসক দল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 'বাড়কাণ্ডপসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির' পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। সেখানে গো হারান হারে তৃণমূল।
নন্দীগ্রাম: লোকসভা নির্বাচনের সময় গোটা রাজ্যে ফল ভাল না হলেও, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জায়গায় ভোটের রেজাল্ট খারাপ হয়নি। এরপর ফের একবার সেই এলাকা নিজেদের দখলে রাখল শুভেন্দু। নন্দীগ্রামে সমবায় ভোটে জয় বিজেপির। নির্বাচনের পর নন্দীগ্রাম তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। আহত অবস্থায় ভর্তি নন্দীগ্রাম হাসপাতালে।
বিজেপির কাছে সমবায় নির্বাচনে পরাস্ত হল রাজ্যের শাসক দল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ‘বাড়কাণ্ডপসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির’ পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। সেখানে গো হারান হারে তৃণমূল। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২টি। ভোটের ফল প্রকাশের পর জানা যায় ১২ টির মধ্যে ৮ টি আসন দখল করেছে বিজেপি। বাকি চারটি আসন পেয়ে মুখ রক্ষা করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে নন্দীগ্রামের মাটিতে বারংবার বিজেপির কাছে পরাস্ত হয়ে এক প্রকার কুপোকাত হচ্ছে রাজ্যের শাসক দল।
উল্লেখ্য, নন্দীগ্রামে গত প্রায় এক বছরে একাধিক সমবায় নির্বাচনে বড়োসড়ো জয়ের মুখ দেখছে বিজেপি। সেই জায়গায় তৃণমূল বিজেপির কাছে গো হারান হারছে। রবিবার এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল বিশেষ চোখে পড়ার মতো। নির্বাচন শেষে উঠল স্লোগান ও পাল্টা স্লোগান। অভিযোগ বিজেপি নেতৃত্ব তৃণমূল কর্মী সহ তৃণমূলের নন্দীগ্রাম ১ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তৃণমূল সভাপতি নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল জানান, “নন্দীগ্রামে একের পর এক সমবায় নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হচ্ছে তৃণমূল। নন্দীগ্রামের মানুষ বিজেপির সঙ্গে আছে।” পাল্টা স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, “শুভেন্দু অধিকারী যেই বুথের ভোটার সেই বুথে আমাদের প্রার্থী জয় লাভ করেছেন। তাই নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিচ্ছেন সুযোগ পেলেই শুভেন্দু অধিকারীকে যোগ্য জবাব দেবে আগামী দিনে।”