AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishan Kishan: MI-তে ফেরা হচ্ছে না! IPL নিলামের আগেই ১৪.৫ কোটিতে ঈশান কিষাণকে টানল যে টিম…

IPL 2025 Mega Auction: ৩১ অক্টোবর আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করেছিল ১০ ফ্র্যাঞ্চাইজি। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের তালিকায় ছিল না ঈশান কিষাণের নাম। এরপর থেকেই অনেকে বলাবলি করছিলেন, আইপিএল মেগা নিলামে ভালো দর পেতে চলেছেন ঈশান।

Ishan Kishan: MI-তে ফেরা হচ্ছে না! IPL নিলামের আগেই ১৪.৫ কোটিতে ঈশান কিষাণকে টানল যে টিম...
Ishan Kishan: MI-তে ফেরা হচ্ছে না! IPL নিলামের আগেই ১৪.৫ কোটিতে ঈশান কিষাণকে টানল যে টিম...Image Credit: PTI
| Updated on: Nov 17, 2024 | 6:10 PM
Share

কলকাতা: আইপিএল নিলামের (IPL Mega Auction) আগে দেশ-বিদেশের সকল ক্রিকেটাররাই কমবেশি উত্তেজিত বোধ করেন। কয়েকদিন আগে নিজমুখে এ কথা স্বীকার করেছিলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে মক অকশন করেন তিনি। সেখানে নিজেই ছিলেন অকশনার। অশ্বিনের ওই ইউটিউব চ্যানেলের মক অকশনে একাধিক ক্রিকেটারকে নিয়ে লড়াই হয়েছে বেশ কয়েকটি দলের। এ বার সেখানেই ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণকে (Ishan Kishan) নিয়ে দড়ি টানাটানি হয়েছে বেশ কয়েকটি দলের। সবশেষে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) নয়, অন্য এক টিমে অশ্বিনের মক অকশন থেকে গিয়েছেন ঈশান।

আসল মেগা নিলামে ২কোটি বেস প্রাইস রেখেছেন ঈশান কিষাণ। অশ্বিনের ইউটিউব চ্যানেলের মক অকশনের নিয়ম অনুযায়ী আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ৫ এবং ১০ কোটি দিয়ে বিডিং শুরু করে। প্রথমেই সেখানে চেন্নাই সুপার কিংস ৫ কোটি দিয়ে বিড শুরু করে। এরপর পঞ্জাব কিংস সেখানে ঢুকে পড়ে। এরপর সিএসকে ফের ঈশানের জন্য বিড করে। এ বার ১০ কোটি দর হাঁকেন তাঁর। এরপর লখনউ সুপার জায়ান্টস ১৪.৫ কোটিতে কিনে নেয় ঈশান কিষাণকে।

অশ্বিন আয়োজিত মক অকশন অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সে আর ফেরা হচ্ছে না ঈশানের। শুধু তাই নয়। মুম্বইতে ২০২২ সালের মেগা নিলামে ১৫.২৫ কোটি টাকা পেয়েছিলেন ঈশান। সেই দিক থেকে অশ্বিনের মক অকশনে লখনউ তাঁকে যে দামে কিনেছে, তাতে ঈশানের খানিক বেতনও কমেছে। এ বার আসলে ঈশান কোন দলে পঁচিশের আইপিএলে খেলবেন, তা জানা যাবে ২৪ ও ২৫ নভেম্বর, সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হতে চলা মেগা নিলামে।